ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

ঝিনাইদহে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহ অফিস:
  • আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
  • / ২৩ বার পড়া হয়েছে

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিএসসি, এমএসসি কোর্স চালুসহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করেন তারা।
এ উপলক্ষে গতকাল দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার অন্যতম সমন্বয়ক মো. হাদিউজ্জামান (হাদি), মো. আবিদ হাসান ও আবু রায়হান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার। তাদের ন্যায্য বেতন-ভাতা দেওয়া হয় না। জনবল সংকট চরমে। ২০১৩ সালে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখন পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। এসময় দ্রুত প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

ঝিনাইদহে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপলোড টাইম : ০৯:৪৬:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর ও বিএসসি, এমএসসি কোর্স চালুসহ ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার এ কর্মসূচি পালন করেন তারা।
এ উপলক্ষে গতকাল দুপুরে ঝিনাইদহের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ শেষে এক সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার অন্যতম সমন্বয়ক মো. হাদিউজ্জামান (হাদি), মো. আবিদ হাসান ও আবু রায়হান। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মেসি শিক্ষার্থীরা বৈষম্যের শিকার। তাদের ন্যায্য বেতন-ভাতা দেওয়া হয় না। জনবল সংকট চরমে। ২০১৩ সালে মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও এখন পর্যন্ত সেই নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত হয়নি। এসময় দ্রুত প্রস্তাবিত ৬ দফা বাস্তবায়নের দাবি জানান তারা।