ঝিনাইদহে স্কুলের বিদ্যুতের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা
- আপলোড টাইম : ০৯:৪৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ১৮ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের চাঁন্দেরপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যুতের তার কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এসময় বিদ্যালয়ের ভবনের ওয়্যারিং তছনছ করা হয়। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিখিল বিশ্বাস বলেন, শুক্র-শনি ছুটির পর রোববার স্কুলে গিয়ে দেখেন ভবনের বিদ্যুতের তার কাটা রয়েছে। গ্রামের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জেনেছি শুক্রবার রাতেও লাইট জ্বলছিল, কিন্তু শনিবার রাতে জ্বলেনি। কারা এমন শত্রুতা করেছে কিছুই অনুমান করতে পারছি না। এতে যেকোনো দুর্ঘটনাও ঘটতে পারতো। তিনি বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসকে জানালে তারা জিডি করার পরামর্শ দিয়েছেন। বিদ্যালয়ে নৈশ প্রহরী থাকলে এমন ঘটনা ঘটাতে পারতো না।
সদর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ খালেকুজ্জামান বলেন, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে থানায় জিডি করার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে নৈশপ্রহরী নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে। আগামী অর্থবছরে হয়তো প্রক্রিয়া শুরু হতে পারে। আমরা বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।