আলমডাঙ্গায় খন্দকার হামিদুল আজমের বাড়িতে সন্ত্রাসী হামলা
বণিক সমিতি ও নাগরিক নাট্যাঙ্গনের প্রতিবাদ
- আপলোড টাইম : ০৯:৩৮:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪
- / ২১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক ও বণিক সমিতির নির্বাহী সদস্য নাট্য ব্যক্তিত্ব খন্দকার হামিদুল আজমের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বণিক সমিতি। গতকাল সোমবার আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ আলাউদ্দিনসহ ২১ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হামলার প্রতিবাদ করেন।
অভিযোগ রয়েছে, হামলাকারী হাসানসহ ১০-১২ জন রাতে হামলা চালিয়ে খন্দকার হামিদুল আজমের পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয়। এ বিষয়ে বণিক সমিতির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত পূর্বক দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ। আলমডাঙ্গা নাগরিক নাট্যাঙ্গনের সাধারণ সম্পাদক ডা. অমল কুমার, রমজান আলীসহ ক্লাবের অন্যান্য সদস্যরাও এই হামলার নিন্দা জানান এবং প্রশাসনের কাছে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।