বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ বন্ধের ঘোষণা আদানির
- আপলোড টাইম : ১১:০৩:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
নভেম্বরের ৭ তারিখের মধ্যে ৮৫০ মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করা হলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করার ঘোষণা দিয়েছে আদানি পাওয়ার। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, গত ৩১শে অক্টোবর বকেয়া পরিশোধের নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) কৃষি ব্যাংকের মাধ্যমে ১৭০ মিলিয়ন ডলারের ঋণপত্র খোলার চেষ্টা করেছিল। কিন্তু বিপিডিবি বিদ্যুৎ ক্রয় চুক্তিতে উল্লিখিত এ শর্ত পূরণ করেনি বলে অভিযোগ করেছে আদানি পাওয়ার। তবে এর প্রতিক্রিয়ায় আদানি পাওয়ার ঝাড়খণ্ড ৩১শে অক্টোবর থেকে তাদের বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে। যাতে বাংলাদেশে বিদ্যুতের ঘাটতি বেড়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ঝাড়খণ্ডে আদানির গোড্ডা প্লান্টে গত শুক্রবার উৎপাদিত ১,৪৯৬ মেগাওয়াট বিদ্যুতের মধ্যে বাংলাদেশে মাত্র ৭২৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। ওই প্লান্টটি বাংলাদেশের সবচেয়ে বড় বিদ্যুৎ সরবরাহকারী। এ ছাড়া পায়রা, রামপাল ও এসএস পাওয়ার ওয়ানসহ অন্যান্য বড় কারখানাগুলোতেও জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে গেছে। খাতসংশ্লিষ্ট সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া বলছে, ডলার সংকটের কারণে সময়মতো অর্থ পরিশোধে হিমশিম খাচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিবি) দৈনিক রিপোর্ট অনুযায়ী, বাগেরহাটে এনটিপিসি’র যৌথ উদ্যোগে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ বিদ্যুৎ কোম্পানির দ্বারা পরিচালিত রামপাল প্লান্ট এবং এসএস বিদ্যুৎ কোম্পানিসহ বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রে ইতিমধ্যেই কয়লা ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে।