মেহেরপুরে যৌথবাহিনীর অভিযানে কার্তুজ জব্দ
- আপলোড টাইম : ১০:৫৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
মেহেরপুরে পরিত্যক্ত অবস্থায় বন্দুকের চার রাউন্ড সীসা কার্তুজ জব্দ করেছে যৌথবাহিনী। গতকাল রোববার ভোর রাতের দিকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার হয়। র্যাব-১২, সিপিসি-৩ মেহেরপুর ক্যাম্প, মেহেরপুর আর্মি ক্যাম্প ও গাংনী থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। র্যাব-১২ মেহেরপুর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ, পিপিএম গতকাল দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মো. সোহাগ সর্দারের বাড়ির নির্মাণাধীন বাথরুমের বালির নিচে পলিথিনে মোড়ানো অবস্থায় চার রাউন্ড সীসা কার্তুজ উদ্ধার করা হয়। অভিযানের সময় ওই বাড়িতে অবৈধ আগ্নেয়াস্ত্র থাকার গোপন তথ্য পেয়েছিল যৌথ বাহিনী। সোহাগ সর্দারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় এবং তথ্যদাতার সংবাদ উদ্দেশ্যপ্রণোদিত মনে হওয়ায় কার্তুজগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উদ্ধার হওয়া সীসা কার্তুজ গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।