ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

মেহেরপুরে বিএনপি কর্মী মোসায়েদ হত্যা মামলা

সাবেক পুলিশ সুপারসহ আসামি ২৮

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

মেহেরপুরে বিএনপি কর্মী মোসায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুরের বিজ্ঞ আমলী আদালতে নিহতের পিতা মসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় তৎকালীন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আ. মতিন, ওসি (ডিবি) ওবাইদুর রহমান, ওসি রবিউল ইসলাম, এসআই বিধান কুমার বিশ্বাস, আব্বাস, অর্জুন, জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, মোসায়েদ মেহেরপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের একজন কর্মী ছিলেন। ১ জানুয়ারি ২০১৯ সালে তাকে রাত ১টার দিকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৩ জানুয়ারি সদর উপজেলার বাড়ীবাঁকা গ্রামের সেনপাড়া এলাকায় আনুমানিক রাত ১২টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মদদে মোসায়েদকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়।

মামলার বাদী মসলেম আলী বলেন, ‘আমার ছেলেকে রাত ১টায় ধরে নিয়ে যায় সদর থানা পুলিশ। সকালে আমি ও আমার বৌমা জিনিসপত্র ও খাবার নিয়ে মোসায়েদের সাথে দেখা করি। রাতে আবার খাবার দিতে গিয়ে দেখি থানায় আমার ছেলে নেই। পরদিন আমার ছেলেকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘হত্যার বিষয়ে আমাকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে আমার বাড়িতে লাশ পাঠিয়ে দেয়। তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নিলে আমাকেও খুন ও গুম করার হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। গত ৫ আগস্ট গণবিপ্লবের পর দেশে ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি হওয়ায় তথ্য উপাদান সংগ্রহ করে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমি চাই, যে ক’জনকে আসামি করা হয়েছে সকলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

মেহেরপুরে বিএনপি কর্মী মোসায়েদ হত্যা মামলা

সাবেক পুলিশ সুপারসহ আসামি ২৮

আপলোড টাইম : ১০:৫৭:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

মেহেরপুরে বিএনপি কর্মী মোসায়েদ হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানকে প্রধান আসামি করে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার মেহেরপুরের বিজ্ঞ আমলী আদালতে নিহতের পিতা মসলেম আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক শারমিন নাহার মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় তৎকালীন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আ. মতিন, ওসি (ডিবি) ওবাইদুর রহমান, ওসি রবিউল ইসলাম, এসআই বিধান কুমার বিশ্বাস, আব্বাস, অর্জুন, জিয়া, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজনসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণী অনুযায়ী, মোসায়েদ মেহেরপুর জেলা বিএনপির তৃণমূল পর্যায়ের একজন কর্মী ছিলেন। ১ জানুয়ারি ২০১৯ সালে তাকে রাত ১টার দিকে গ্রেফতার করে মেহেরপুর সদর থানায় নিয়ে যাওয়া হয়। পরে ৩ জানুয়ারি সদর উপজেলার বাড়ীবাঁকা গ্রামের সেনপাড়া এলাকায় আনুমানিক রাত ১২টা ২০ মিনিটের দিকে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মদদে মোসায়েদকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে গুলি করে হত্যা করা হয়।

মামলার বাদী মসলেম আলী বলেন, ‘আমার ছেলেকে রাত ১টায় ধরে নিয়ে যায় সদর থানা পুলিশ। সকালে আমি ও আমার বৌমা জিনিসপত্র ও খাবার নিয়ে মোসায়েদের সাথে দেখা করি। রাতে আবার খাবার দিতে গিয়ে দেখি থানায় আমার ছেলে নেই। পরদিন আমার ছেলেকে হত্যা করা হয়।’

তিনি আরও বলেন, ‘হত্যার বিষয়ে আমাকে কিছু না জানিয়ে তড়িঘড়ি করে পোস্টমর্টেম করে আমার বাড়িতে লাশ পাঠিয়ে দেয়। তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নিলে আমাকেও খুন ও গুম করার হুমকি দিয়ে ভয়ভীতি দেখায়। গত ৫ আগস্ট গণবিপ্লবের পর দেশে ন্যায় বিচারের পরিবেশ সৃষ্টি হওয়ায় তথ্য উপাদান সংগ্রহ করে আমরা আদালতের দ্বারস্থ হয়েছি। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে। আমি চাই, যে ক’জনকে আসামি করা হয়েছে সকলের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়।’