ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন

আহ্বায়ক আসলাম ও সদস্যসচিব সাফফাত

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৫৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) আসলাম হোসেন অর্ককে আহ্বায়ক ও সাফফাতুল ইসলামকে সদস্যসচিব করে চুয়াডাঙ্গার জেলা ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটিতে আরও যারা আছেন- যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক, সিরাজুম মুনিরা, আল ইমরান, সাকিব আল হাসান, মো. আরাফাত রহমান, আবিদ হাসান রিফাত, সানজিদা তাবাসসুম (মিথীন), ফাহিম ফয়সাল নাহিদ, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন, রনি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আমির হামজা অংকন, সপ্নীল অধিকারী, হাসিবুল হাসান শান্ত, আজমেরী সুলতানা অনিমা, আরাফাত হোসেন, মো. তন্ময় হাসান তৌহিদ, মূখ্য সংগঠক সজীবুল ইসলাম, সংগঠক কামরুল হাসান কাজল, খাজা মুদাছির ইবনে আজম (মাজিন), তানভীর ফয়সাল অনিক, নাইম বীন হাসান, মো. আল রিফাত ও মুখপাত্র তামান্না খাতুন।

এছাড়াও কমিটিতে সদস্য পদ পেয়েছেন- নাকিব আহমেদ, আবির হাসান স্বাধীন, অনিকুর রহমান, মো. হাদিউল ইসলাম হাদী, আলভি তাসিনিম লাবন্য, সাইফুল্লাহ আল সাদিক, সাব্বির হোসেন, মো. পারভেজ ফয়সাল, মো. নাসিম হোসেন, রিংকু আক্তার আঁখি, মুসবিতুল ইসলাম সিফাত, অনামিকা আলম, মো. নাহিদ রানা, তাসনিম তাবাচ্ছুম, শাহরিয়ার খান, এম এ সাইফ, সাজিয়া তৌহিদ স্বর্ণা, আব্দুল্লাহ আল কাফি, তাহিয়াতুল রহমান তুর্য্য, আসিফ শাহরিয়ার, আনাদিল হাসান দিনার, মুক্তা খাতুন, মো. নাজমুল সালেহিন, সাজ্জাদ হোসেন সিয়াম, আরিফুল ইসলাম, ইমদাদুল হক লিখন, মো. ফয়সাল আহমেদ নাইম, মো. আব্দুল্লাহ, ফজলে রাব্বি, রাকিবুল ইসলাম ইমন, আশিকুর রহমান আসিফ, মোহাম্মদ রাতুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, সামিরা আলম প্রীতি, আবু তালহা, সিন্থিয়া সাবরিন সাফা, মাহবুবুল ইসলাম আকাশ, সালমান ফার্সি, ইফাত আরা বৃষ্টি, মো. আসিক ইকবাল, নাইম সৌরভ, মো. জুবাইর হোসেন, মো. তামিম ইসলাম, মুসাবির রহমান মাহির, সিদ্দিকী ইমরোজ, শুভ, শাকিব, নাইম প্রধান, আসাদুজ্জামান আসাদ, সাকিব মাহমুদ, হারুন, আবির আনম, মাহিন বিল্লাহ, সৌরভ আহমেদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অনুপমা মাহমুদা সুবর্ণা, মাহফুজ হোসেন, জুলফিকুর হোসেন অন্তর, আহমদ মুসা, মো. আব্দুল্লাহ, আলমগীর হোসেন সাজি, ফরহাদ ইসলাম রিদয়, শাম্মী, শোভা, হ্যাপি, রাজন, রাকিবুল ইসলাম রাব্বি, মো. আব্দুদুল্লাহ, মো. শিফাত আল শাফায়েত, মো. তন্ময় রহমান তুর্য, মো. হাসানুজ্জামান, আবু হুমাইদি ইউয়াশা, মো. তানজিল হোসেন, নাফিস আবিদ ও কাজি তাসরিফুল ইসলাম।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন

আহ্বায়ক আসলাম ও সদস্যসচিব সাফফাত

আপলোড টাইম : ১০:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (২ নভেম্বর) আসলাম হোসেন অর্ককে আহ্বায়ক ও সাফফাতুল ইসলামকে সদস্যসচিব করে চুয়াডাঙ্গার জেলা ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। শনিবার রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়। কমিটির বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর রয়েছে। বিজ্ঞপ্তিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঠিকানা হিসেবে লেখা হয়েছে ‘রূপায়ন টাওয়ার, ৩৪৫ দিলু রোড, ঢাকা-১২১২’।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা আহ্বায়ক কমিটিতে আরও যারা আছেন- যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক, সিরাজুম মুনিরা, আল ইমরান, সাকিব আল হাসান, মো. আরাফাত রহমান, আবিদ হাসান রিফাত, সানজিদা তাবাসসুম (মিথীন), ফাহিম ফয়সাল নাহিদ, যুগ্ম সদস্যসচিব রেজাউল বাশার প্লাবন, রনি বিশ্বাস, মোস্তাফিজুর রহমান, আমির হামজা অংকন, সপ্নীল অধিকারী, হাসিবুল হাসান শান্ত, আজমেরী সুলতানা অনিমা, আরাফাত হোসেন, মো. তন্ময় হাসান তৌহিদ, মূখ্য সংগঠক সজীবুল ইসলাম, সংগঠক কামরুল হাসান কাজল, খাজা মুদাছির ইবনে আজম (মাজিন), তানভীর ফয়সাল অনিক, নাইম বীন হাসান, মো. আল রিফাত ও মুখপাত্র তামান্না খাতুন।

এছাড়াও কমিটিতে সদস্য পদ পেয়েছেন- নাকিব আহমেদ, আবির হাসান স্বাধীন, অনিকুর রহমান, মো. হাদিউল ইসলাম হাদী, আলভি তাসিনিম লাবন্য, সাইফুল্লাহ আল সাদিক, সাব্বির হোসেন, মো. পারভেজ ফয়সাল, মো. নাসিম হোসেন, রিংকু আক্তার আঁখি, মুসবিতুল ইসলাম সিফাত, অনামিকা আলম, মো. নাহিদ রানা, তাসনিম তাবাচ্ছুম, শাহরিয়ার খান, এম এ সাইফ, সাজিয়া তৌহিদ স্বর্ণা, আব্দুল্লাহ আল কাফি, তাহিয়াতুল রহমান তুর্য্য, আসিফ শাহরিয়ার, আনাদিল হাসান দিনার, মুক্তা খাতুন, মো. নাজমুল সালেহিন, সাজ্জাদ হোসেন সিয়াম, আরিফুল ইসলাম, ইমদাদুল হক লিখন, মো. ফয়সাল আহমেদ নাইম, মো. আব্দুল্লাহ, ফজলে রাব্বি, রাকিবুল ইসলাম ইমন, আশিকুর রহমান আসিফ, মোহাম্মদ রাতুল ইসলাম, মো. ইসমাইল হোসেন, সামিরা আলম প্রীতি, আবু তালহা, সিন্থিয়া সাবরিন সাফা, মাহবুবুল ইসলাম আকাশ, সালমান ফার্সি, ইফাত আরা বৃষ্টি, মো. আসিক ইকবাল, নাইম সৌরভ, মো. জুবাইর হোসেন, মো. তামিম ইসলাম, মুসাবির রহমান মাহির, সিদ্দিকী ইমরোজ, শুভ, শাকিব, নাইম প্রধান, আসাদুজ্জামান আসাদ, সাকিব মাহমুদ, হারুন, আবির আনম, মাহিন বিল্লাহ, সৌরভ আহমেদ, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অনুপমা মাহমুদা সুবর্ণা, মাহফুজ হোসেন, জুলফিকুর হোসেন অন্তর, আহমদ মুসা, মো. আব্দুল্লাহ, আলমগীর হোসেন সাজি, ফরহাদ ইসলাম রিদয়, শাম্মী, শোভা, হ্যাপি, রাজন, রাকিবুল ইসলাম রাব্বি, মো. আব্দুদুল্লাহ, মো. শিফাত আল শাফায়েত, মো. তন্ময় রহমান তুর্য, মো. হাসানুজ্জামান, আবু হুমাইদি ইউয়াশা, মো. তানজিল হোসেন, নাফিস আবিদ ও কাজি তাসরিফুল ইসলাম।