আলমডাঙ্গার গাংবাড়ী কালীপূজা মন্দির পরিদর্শনকালে বিএনপি নেতা শরীফ
রাষ্ট্র ও সমাজের প্রতিটি স্থানে ভালো মানুষকে বসাতে হবে
- আপলোড টাইম : ১০:৩৪:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৭১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফ বলেছেন, ‘দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছি। ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা এই সরকারকে সহযোগিতা করব সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে।’
গতকাল রোববার সন্ধ্যায় আলমডাঙ্গা উপজেলার গাংবাড়ী কালীপূজা মন্দির পরিদর্শনকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শরীফুজ্জানান শরীফ আরও বলেন, ‘রাষ্ট্র ও সমাজের প্রতিটি জায়গায় ভালো মানুষকে বসাতে হবে। এ জন্য আমাদের ভালো মানুষকে নির্বাচিত করতে হবে। তবেই সমাজ ভালো হয়ে উঠবে। আগামী নির্বাচনে বিএনপি সরকার পরিচালনার দায়িত্ব পেলে আমরা আপনাদের সঙ্গে নিয়ে চুয়াডাঙ্গার উন্নয়নে কাজ করতে চাই।’
বক্তব্যের শেষে তিনি সকলের সহযোগিতা কামনা করেন এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় একত্রে কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে তিনি স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পূজামণ্ডপের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
গাংবাড়ী কালিমন্দির কমিটির সভাপতি লিপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাধুখা, জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্য পরিমল কুমার ঘোষ কালু, চুয়াডাঙ্গা সদর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায় ও জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবীব সেলিম।
হিন্দু কল্যাণ ট্রাস্টের প্রতিনিধি অসীম কুমার সাহার উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, পৌর সহসাধারণ সম্পাদক মহাবুল হক মাস্টার, মকলেছুর রহমান মিলন, পৌর সাংগঠনিক সম্পাদক আলী আজগর সাচ্চু ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান।
আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী জাহাঙ্গীর আলম বাবু, পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন কনক, পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ মালিথা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাজিব আহমেদ রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের কামরুজ্জামান হিমেল, সদস্য সচিব জাকারিয়া ইসলাম শান্ত, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শুভ, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান রাজুসহ উপজেলা, পৌর ও ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।