ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দর্শনায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ বিকাশ চন্দ্র সাধুখা (৩৪) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে থানাধীন ৬২ আড়িয়া গ্রামে তার বাড়িতে অভিযান পরিচালনা করলে এক কেজি গাঁজা উদ্ধার হয়। এসময় তাকে আটক করা হয়। বিকাশ চন্দ্র সাধুখা ৬২ আড়িয়া গ্রামে মৃত গউর চন্দ্র সাধু খা’র ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে গতকাল রাতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বিকাশ চন্দ্র সাধুখা’র বাড়ি থেকে গাঁজা উদ্ধার হলে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এদিকে, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি শহীদ তিতুমীর বলেন, ‘মাদক বিরোধী অভিযানের এই ধারা অব্যাহত থাকবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনায় এক কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড টাইম : ১০:৩১:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

দর্শনা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক কেজি গাঁজাসহ বিকাশ চন্দ্র সাধুখা (৩৪) নামের এক যুবক আটক হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে নয়টার দিকে থানাধীন ৬২ আড়িয়া গ্রামে তার বাড়িতে অভিযান পরিচালনা করলে এক কেজি গাঁজা উদ্ধার হয়। এসময় তাকে আটক করা হয়। বিকাশ চন্দ্র সাধুখা ৬২ আড়িয়া গ্রামে মৃত গউর চন্দ্র সাধু খা’র ছেলে।

অভিযান সূত্রে জানা গেছে, দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীরের তত্ত্বাবধানে গতকাল রাতে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বিকাশ চন্দ্র সাধুখা’র বাড়ি থেকে গাঁজা উদ্ধার হলে তাকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

এদিকে, গতকালই আটককৃত আসামির বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে। ওসি শহীদ তিতুমীর বলেন, ‘মাদক বিরোধী অভিযানের এই ধারা অব্যাহত থাকবে।’