চুয়াডাঙ্গার সাতগাড়িতে অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টা
ভ্রাম্যমাণ আদালতে গরুর মালিককে জরিমানা- আপলোড টাইম : ১০:২৯:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গায় অসুস্থ গরু জবাই করে বিক্রির চেষ্টাকালে এক গরুর মালিককে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সাতগাড়ি মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়। আর জবাই করা গরুটি মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার হাজরাহাটি গ্রাম থেকে একটি অসুস্থ গরু জবাই করে বিক্রির উদ্দেশ্যে সাতগাড়িতে আনা হয়েছিল। তবে গরুটি দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে থানা-পুলিশ বিষয়টি তদন্ত করে দেখে গরুটি অসুস্থ অবস্থায় জবাই করা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম সাইফ বলেন, ‘অসুস্থ বা মৃত প্রাণির মাংস বাজারজাত করা অত্যান্ত বিপজ্জনক। এ ধরনের কাজ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং আইনত দণ্ডনীয়। ফলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় গরুর মালিক কাউসার আহমেদকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জবাই করা গরুটির মাংস যাতে কোনোভাবে বিক্রি না হয়, সেই উদ্দেশ্যে পৌরসভার মাধ্যমে মাংসে কেরোসিন ছিটিয়ে মাটিতে পুঁতে ফেলার ব্যবস্থা করা হয়।’