ইপেপার । আজ শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে সাক্ষাতকালে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন

ক্যাম্পাসে শোডাউন, মিছিল, গেস্টরুম কালচার ভেঙে ফেলা হবে

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৩১ বার পড়া হয়েছে

জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙচুরের ঘটনার সাথে ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ভারতীয় লবিদের বক্তব্য অনেকটা প্রাসঙ্গিক করে তুলবে বলে মনে করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও দর্শনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে স্বাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল এবং খুনি হাসিনার দোসর ও দুষ্কর্মের সহযোগিতায় জাতীয় পার্টি মূখ্য দালালের ভূমিকায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর একটি স্বাভাবিক সময় সৃষ্টি হয়েছে। এই সময়ে দলের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে। এছাড়া দেশে যে নতুন করে মব কালচার তৈরি হয়েছে, তা আরও দীর্ঘায়িত হতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মনে করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক যে বক্তব্য দিয়েছেন এবং ভারতীয় লবিরা যে বক্তব্য দিচ্ছেন, তার সাথে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগকে অনেক বেশি জাস্টিফাই বা প্রাসঙ্গিক করে তুলবে।

ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনায় নাছির উদ্দীন নাছির আরও বলেন, গত সময়ের রাজনৈতিক কালচারে পরিবর্তন আনা হবে। ক্যাম্পাসে শোডাউন, মিছিল, গেস্টরুম কালচার ভেঙে ফেলা হবে। সাধারণ শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে ছাত্রদলের নেতৃত্ব গঠন করা হবে। শিক্ষার্থীদের ঐক্যমতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।

তিনি আরোও বলেন, খুনী হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, ছাত্রজনতার সফল আন্দোলনে তার অবসান হয়েছে। এখন আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের দিকে মনোযোগ দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ছাত্রসমাজের আকাঙ্খা জানতে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিশ্চিত করতে চাই ছাত্রদল যেকোন পরিস্থিতিতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করবে।

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নাছির উদ্দিন নাছির বলেন, মেধাবী শিক্ষার্থীদেরই ছাত্র রাজনীতি করা উচিত। সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত ছাত্রলীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদের মত কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে মতামত জানতে আমাদের এই আগমন। ক্যাম্পাস হবে ভীতি মুক্ত। উচ্ছ্বাসের সঙ্গে বিদ্যা অর্জন করার পরিবেশ সৃষ্টি করা হবে। ছাত্রদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি ছাত্রছাত্রীদের সঙ্গে কোন ধরণের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে তৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আপনারা পড়বেন, যদি কোন মতামত থাকে ই-মেইল জানাবেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নোবেল ইসলাম সূর্য, সহসভাপতি সাইফুল ইসলাম, ইনতিয়ার হোসেন ইরন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান,আব্দুল হাদিদ জিতু,সাইমুজ্জামান মিশা, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, আবু বক্কর, রকিবুল হাসান, সাকিবুল হাসান সহ প্রমুখ। 

পরে শিক্ষার্থীদের মধ্যে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, আসিফ মিয়া, সদস্য শোয়েব আহমেদ প্রমূখ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় শিক্ষার্থীদের সাথে সাক্ষাতকালে ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক নাছির উদ্দীন

ক্যাম্পাসে শোডাউন, মিছিল, গেস্টরুম কালচার ভেঙে ফেলা হবে

আপলোড টাইম : ১০:২৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

জাতীয় পার্টির অফিসে হামলা-ভাঙচুরের ঘটনার সাথে ডোনাল্ড ট্রাম্পের টুইট এবং ভারতীয় লবিদের বক্তব্য অনেকটা প্রাসঙ্গিক করে তুলবে বলে মনে করছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। গতকাল রোববার সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও দর্শনা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের সাথে স্বাক্ষাৎ শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, গত ১৬ বছরে বাংলাদেশে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছিল এবং খুনি হাসিনার দোসর ও দুষ্কর্মের সহযোগিতায় জাতীয় পার্টি মূখ্য দালালের ভূমিকায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর একটি স্বাভাবিক সময় সৃষ্টি হয়েছে। এই সময়ে দলের পার্টি অফিসে অগ্নিসংযোগের ঘটনা চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করবে। এছাড়া দেশে যে নতুন করে মব কালচার তৈরি হয়েছে, তা আরও দীর্ঘায়িত হতে পারে।

ছাত্রদলের সাধারণ সম্পাদক মনে করেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিমূলক যে বক্তব্য দিয়েছেন এবং ভারতীয় লবিরা যে বক্তব্য দিচ্ছেন, তার সাথে জাতীয় পার্টির অফিসে অগ্নিসংযোগকে অনেক বেশি জাস্টিফাই বা প্রাসঙ্গিক করে তুলবে।

ছাত্রদলকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনায় নাছির উদ্দীন নাছির আরও বলেন, গত সময়ের রাজনৈতিক কালচারে পরিবর্তন আনা হবে। ক্যাম্পাসে শোডাউন, মিছিল, গেস্টরুম কালচার ভেঙে ফেলা হবে। সাধারণ শিক্ষার্থীদের জনমতের ভিত্তিতে ছাত্রদলের নেতৃত্ব গঠন করা হবে। শিক্ষার্থীদের ঐক্যমতে ছাত্রদলের রাজনীতি পরিচালিত হবে।

তিনি আরোও বলেন, খুনী হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করেছিল, ছাত্রজনতার সফল আন্দোলনে তার অবসান হয়েছে। এখন আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের দিকে মনোযোগ দিয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সারাদেশে ছাত্রসমাজের আকাঙ্খা জানতে এবং তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে নিশ্চিত করতে চাই ছাত্রদল যেকোন পরিস্থিতিতে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে অগ্রাধিকার দিয়ে রাজনীতি করবে।

ছাত্র রাজনীতি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নাছির উদ্দিন নাছির বলেন, মেধাবী শিক্ষার্থীদেরই ছাত্র রাজনীতি করা উচিত। সন্ত্রাসী সংগঠন হিসেবে প্রমাণিত ছাত্রলীগকে ইতিমধ্যেই নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আপনাদের মত কোমলমতি শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণে মতামত জানতে আমাদের এই আগমন। ক্যাম্পাস হবে ভীতি মুক্ত। উচ্ছ্বাসের সঙ্গে বিদ্যা অর্জন করার পরিবেশ সৃষ্টি করা হবে। ছাত্রদলের কোন নেতাকর্মীর বিরুদ্ধে যদি ছাত্রছাত্রীদের সঙ্গে কোন ধরণের অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে তৎক্ষণিকভাবে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আপনারা পড়বেন, যদি কোন মতামত থাকে ই-মেইল জানাবেন।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সিনিয়র সহসভাপতি তৌফিক এলাহী, সিনিয়র যুগ্ম সম্পাদক জুয়েল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব মামুন, ঢাকা তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক নোবেল ইসলাম সূর্য, সহসভাপতি সাইফুল ইসলাম, ইনতিয়ার হোসেন ইরন, সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক আমান উল্লাহ আমান,আব্দুল হাদিদ জিতু,সাইমুজ্জামান মিশা, সাংস্কৃতিক সম্পাদক ইমরান হোসেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক ফয়সাল ইকবাল, সদস্য সচিব সাইমুম আরাফাত, চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্য সচিব মাজেদুল আলম মেহেদী, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান, সদস্য সচিব মাহবুবুর রহমান, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, আবু বক্কর, রকিবুল হাসান, সাকিবুল হাসান সহ প্রমুখ। 

পরে শিক্ষার্থীদের মধ্যে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক আলতাফ হোসেন, দর্শনা কলেজ ছাত্রদলের আহবায়ক ফজলুর রহমান, সদস্য সচিব পলাশ আহমেদ, দর্শনা পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা ছাত্রদলের সদস্যসচিব ফরহাদ হোসেন, ১ নং যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, আসিফ মিয়া, সদস্য শোয়েব আহমেদ প্রমূখ।