হলিধানীতে মানব পাচার প্রতিরোধ কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপলোড টাইম : ১০:২১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
আশ্বাস প্রকল্পের আওতায় ঝিনাইদহে সদর উপজেলার হলিধানী ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির (সিটিসি) দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উন্নয়ন সংস্থার ‘রূপান্তর’ আয়োজনে ইউনিয়ন পরিষদের অডিটরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এই কর্মশালায় হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এনামুল হক নিলুর সভাপতিত্বে এবং আশ্বাস প্রকল্পের প্রোগ্রাম অফিসার আল মামুনের সঞ্চালনায়ায় কর্মশালায় প্রকল্পের কার্যক্রম ও কর্মশালার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন আশ্বাস প্রকল্পের (ক্লাস্টার ২) প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলাম বাবু।
এসময় উপস্থিত ছিলেন হলিধানী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলফাজ উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক ওয়াহেদ সাদিক বকুল, ইউনিয়ন জামায়াতের আমির মো. জাকারিয়া, সেক্রেটারি মো.সমিদুল ইসলাম, কাতলামারী পুলিশ ক্যাম্প ইনচার্জ শুব্রত বিশ্বাস, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাদ আহমেদ বিশ্বাস প্রমুখ।