ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

জীবননগরে নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় জামায়াত নেতা রুহুল আমিন

জাতির স্বপ্ন পূরণে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ১০:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

জীবননগর উপজেলা জামায়াতের জাতীয় নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেছেন, ‘জাতির স্বপ্ন পূরণে জামায়াতের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’

গত শনিবার বেলা সাড়ে তিনটায় উপজেলা নির্বাচন পরিচালক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল আরও বলেন, ‘দীর্ঘ দুঃশাসনের পর ৫ আগস্ট থেকে দ্বিতীয় বার স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর থেকে জামায়াত প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। এখন সাধারণ মানুষ নতুন করে বাঁচার যে স্বপ্ন দেখা শুরু করেছে, জামায়াতের নেতা-কর্মীদের সাধারণ মানুষের কাছে যেয়ে এই স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে জীবননগর উপজেলা জামায়াত কার্যালয়ে কেন্দ্র পরিচালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন সচিব মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

জীবননগরে নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় জামায়াত নেতা রুহুল আমিন

জাতির স্বপ্ন পূরণে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে

আপলোড টাইম : ১০:১৮:১০ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

জীবননগর উপজেলা জামায়াতের জাতীয় নির্বাচনী কেন্দ্র পরিচালকদের কর্মশালায় চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির রুহুল আমিন বলেছেন, ‘জাতির স্বপ্ন পূরণে জামায়াতের নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।’

গত শনিবার বেলা সাড়ে তিনটায় উপজেলা নির্বাচন পরিচালক শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ও সহকারী পরিচালক হাফেজ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুহুল আরও বলেন, ‘দীর্ঘ দুঃশাসনের পর ৫ আগস্ট থেকে দ্বিতীয় বার স্বাধীন হয়েছি। স্বাধীন হওয়ার পর থেকে জামায়াত প্রকাশ্যে কাজ করে যাচ্ছে। এখন সাধারণ মানুষ নতুন করে বাঁচার যে স্বপ্ন দেখা শুরু করেছে, জামায়াতের নেতা-কর্মীদের সাধারণ মানুষের কাছে যেয়ে এই স্বপ্ন পূরণের দায়িত্ব নিতে হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখা আয়োজিত আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতি উপলক্ষে জীবননগর উপজেলা জামায়াত কার্যালয়ে কেন্দ্র পরিচালকদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন পরিচালক মাওলানা আজিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের নির্বাচন সচিব মাওলানা মহিউদ্দিন, জেলা প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।