শিরোনাম:
মেহেরপুরে স্পেশাল স্কোয়ারট ফোর্সের বাজার মনিটরিং
প্রতিবেদক, মেহেরপুর সদর:
- আপলোড টাইম : ১০:১৬:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / ৩৫ বার পড়া হয়েছে
মেহেরপুরে স্পেশাল ট্রাস্ট ফোর্স কমিটি ও বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মাংস ও সবজি বাজারে অনিয়ম রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে মেহেরপুর হোটেল বাজার ও সদর উপজেলার আমঝুপি বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় আমঝুপি বাজারে অতিরিক্ত দামে মাছ বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইন ২০০৯ এর ৪০ ধারায় সিদ্দিকুর রহমান নামের এক মাছ ব্যবসায়ীকে ৫০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলাম। লেফটেন্যান্ট রাবেয়ার নেতৃত্বে অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ স্যানিটারি ইন্সপেক্টর, খাদ্য অফিসার, কৃষি বিপণন অফিসার, মৎস্য অফিসার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যাগ :