ইপেপার । আজ বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

কার্পাসডাঙ্গা বাজারে কিছুটা কমেছে বিভিন্ন সবজির দাম

বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
  • আপলোড টাইম : ১০:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
  • / ৫৮ বার পড়া হয়েছে

এক সপ্তাহের ব্যবধানে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও আলু ও পেঁয়াজের দাম অব্যহতভাবে বেড়ে চলেছে। এ সময়ের ব্যবধানে আলুর দাম ১০ টাকা এবং পেঁয়াজের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে।

বাজারে ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা একেকটি সবজি একেক দামে বিক্রি করছেন। ভারতীয় এলসি  পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, আর দেশী পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।

কাঁচামাল ব্যবসায়ী হারুনার রশীদ জানান, দুই সপ্তাহ আগে ৬০ কেজির প্রতি বস্তা আলুর দাম ছিল ৩১০০ থেকে ৩১৫০ টাকা। কিন্তু এখন সেই দাম বেড়ে ৩৮০০ টাকা হয়েছে। তিনি বলেন, ‘এখন যদি ৭০ টাকা কেজি দরে বিক্রি করি, তবেই আমাদের আসল টাকা উঠবে। ৬৫ টাকা দরে বিক্রি করলে আমাদের লোকসানে পড়তে হবে। বস্তার মধ্যে কিছু নষ্ট ও ছোট সাইজের আলু থাকলে সেগুলো ওই দামে বিক্রি করা সম্ভব হয় না।’

অন্যদিকে কাঁচামাল ব্যবসায়ী সালাউদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা করার পর হঠাৎ করে ১৫ দিনের মধ্যে বস্তা প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দাম বাড়ানোর ঘটনা তিনি কখনো দেখেননি। তিনি বলেন, নতুন আলু ও পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম স্বাভাবিক হবে বলে মনে হয় না।

বাজারের অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা ৬০ টাকা, লাউ ৩০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, কাকরুল ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, কলা ৫০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং শিম ১৬০ টাকা। এছাড়া পালন ও লাল শাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কার্পাসডাঙ্গা বাজারে কিছুটা কমেছে বিভিন্ন সবজির দাম

বেড়েছে আলু ও পেঁয়াজের দাম

আপলোড টাইম : ১০:০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪

এক সপ্তাহের ব্যবধানে দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে বিভিন্ন সবজির দাম কিছুটা কমলেও আলু ও পেঁয়াজের দাম অব্যহতভাবে বেড়ে চলেছে। এ সময়ের ব্যবধানে আলুর দাম ১০ টাকা এবং পেঁয়াজের দাম প্রায় ৪০ টাকা বেড়েছে।

বাজারে ঘুরে দেখা গেছে, খুচরা ব্যবসায়ীরা একেকটি সবজি একেক দামে বিক্রি করছেন। ভারতীয় এলসি  পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি, আর দেশী পেঁয়াজের দাম ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।

কাঁচামাল ব্যবসায়ী হারুনার রশীদ জানান, দুই সপ্তাহ আগে ৬০ কেজির প্রতি বস্তা আলুর দাম ছিল ৩১০০ থেকে ৩১৫০ টাকা। কিন্তু এখন সেই দাম বেড়ে ৩৮০০ টাকা হয়েছে। তিনি বলেন, ‘এখন যদি ৭০ টাকা কেজি দরে বিক্রি করি, তবেই আমাদের আসল টাকা উঠবে। ৬৫ টাকা দরে বিক্রি করলে আমাদের লোকসানে পড়তে হবে। বস্তার মধ্যে কিছু নষ্ট ও ছোট সাইজের আলু থাকলে সেগুলো ওই দামে বিক্রি করা সম্ভব হয় না।’

অন্যদিকে কাঁচামাল ব্যবসায়ী সালাউদ্দীন জানান, দীর্ঘদিন ব্যবসা করার পর হঠাৎ করে ১৫ দিনের মধ্যে বস্তা প্রতি ৭০০ থেকে ৮০০ টাকা দাম বাড়ানোর ঘটনা তিনি কখনো দেখেননি। তিনি বলেন, নতুন আলু ও পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম স্বাভাবিক হবে বলে মনে হয় না।

বাজারের অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি করলা ৬০ টাকা, লাউ ৩০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন ৭০ টাকা, কাকরুল ৬০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা, কলা ৫০ টাকা, কচু ৬০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৬০ টাকা এবং শিম ১৬০ টাকা। এছাড়া পালন ও লাল শাক ১০ টাকা আঁটি বিক্রি হচ্ছে।