শিরোনাম:
চুয়াডাঙ্গায় সড়কে যৌথ বাহিনীর অভিযানে বিভিন্ন যানবাহনে তল্লাশি
৯ মামলা, ৫২ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ১০:৪২:৪০ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৭০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর থানা, সদর ট্র্যাফিক পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বিশেষ সড়ক অভিযান পরিচালিত হয়েছে। গতকাল শনিবার রাত ১১টা থেকে ১২টা পর্যন্ত টানা এক ঘণ্টা ধরে শহরের পুলিশ লাইন্সের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর চুয়াডাঙ্গা ক্যাম্পের ক্যাপ্টেন লেফট্যানেন্ট আবিদ আহমেদ মজুমদার জানান, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করেছে।
অভিযানে বিভিন্ন যানবাহন থামিয়ে কাগজপত্র যাচাই করে যৌথ বাহিনী। এসময় যানবাহনের বৈধ কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে ব্যর্থ হওয়ায় ৯টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন চুয়াডাঙ্গা সদর থানা-পুলিশের এসআই মিজানুর রহমানসহ সদর ট্র্যাফিক পুলিশের একটি দল।
ট্যাগ :