ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

আলমডাঙ্গা সরকারি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণকাজে বাধা, সংবাদ প্রকাশ করায়

প্রেসক্লাবের সম্পাদক হামিদুল আজমের বাড়িতে হামলা; প্রতিবাদের ঝড়

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা সরকারি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার নিউজ করায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কলেজ রোডে অবস্থিত যুবদলের নেতা মুনের দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো এসব হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হিরোর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সাথে সরকারি স্কুলের শিক্ষক, শহিদ মিনার ও ব্যায়ামাগার রক্ষা কমিটির মতবিনিময় সভা হয়। স্কুলের শিক্ষক ও ব্যায়ামাগার রক্ষা কমিটির আহ্বায়ক নির্বাহী অফিসারকে জানান, ঠিকাদার প্রাচীর নির্মাণ করতে গেলে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো বাধা প্রদান করেন। এসময় উপস্থিত চুয়াডাঙ্গা ভিজে সরকারি স্কুলের শিক্ষক হাবিব বলেন, ইতিপূর্বে তো মাপজোক করে দিয়েছেন, সেই মাপ অনুযায়ী প্রাচীর করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না।
এরপর হিরোর হুকুমে তার ভাইসহ কয়েকজন শিক্ষক হাবিবকে মারধর করেন। বিষয়টি শুনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ওসির সাথে দেখা করে শিক্ষকদের সঙ্গে দাঁড়িয়ে থেকে প্রাচীর নির্মাণে সহযোগিতার নির্দেশনা দেন। সেই মোতাবেক সকলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক পুনরায় ঠিকাদারকে নিয়ে প্রাচীর নির্মাণ করতে গেলে হিরোর লোকজন স্কুলের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর কিছুক্ষণ পর হিরোর বড় ভাই হাসান ও ছোট ভাইসহ ১০/১২ জন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের বাড়িতে হামলা করে। এসময় আজমের ছোট ভাই আজাদ বেরিয়ে আসলে তাকে মারধর করা হয়। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আমি তদন্ত করে অবশ্যই বিষয়টি দেখব।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

আলমডাঙ্গা সরকারি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণকাজে বাধা, সংবাদ প্রকাশ করায়

প্রেসক্লাবের সম্পাদক হামিদুল আজমের বাড়িতে হামলা; প্রতিবাদের ঝড়

আপলোড টাইম : ১০:৩৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গা সরকারি স্কুলের সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়ার নিউজ করায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হামিদুল আজমের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া কলেজ রোডে অবস্থিত যুবদলের নেতা মুনের দোকানে হামলা ও ভাঙচুর করা হয়েছে। ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো এসব হামলার সঙ্গে জড়িত বলে জানা গেছে। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হিরোর বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।
জানা গেছে, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলামের সাথে সরকারি স্কুলের শিক্ষক, শহিদ মিনার ও ব্যায়ামাগার রক্ষা কমিটির মতবিনিময় সভা হয়। স্কুলের শিক্ষক ও ব্যায়ামাগার রক্ষা কমিটির আহ্বায়ক নির্বাহী অফিসারকে জানান, ঠিকাদার প্রাচীর নির্মাণ করতে গেলে ব্রাইট মডেল স্কুলের পরিচালক জাকারিয়া হিরো বাধা প্রদান করেন। এসময় উপস্থিত চুয়াডাঙ্গা ভিজে সরকারি স্কুলের শিক্ষক হাবিব বলেন, ইতিপূর্বে তো মাপজোক করে দিয়েছেন, সেই মাপ অনুযায়ী প্রাচীর করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না।
এরপর হিরোর হুকুমে তার ভাইসহ কয়েকজন শিক্ষক হাবিবকে মারধর করেন। বিষয়টি শুনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম ওসির সাথে দেখা করে শিক্ষকদের সঙ্গে দাঁড়িয়ে থেকে প্রাচীর নির্মাণে সহযোগিতার নির্দেশনা দেন। সেই মোতাবেক সকলে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও ক্রীড়া শিক্ষক পুনরায় ঠিকাদারকে নিয়ে প্রাচীর নির্মাণ করতে গেলে হিরোর লোকজন স্কুলের একজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এর কিছুক্ষণ পর হিরোর বড় ভাই হাসান ও ছোট ভাইসহ ১০/১২ জন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার হামিদুল ইসলাম আজমের বাড়িতে হামলা করে। এসময় আজমের ছোট ভাই আজাদ বেরিয়ে আসলে তাকে মারধর করা হয়। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘আমি তদন্ত করে অবশ্যই বিষয়টি দেখব।’