আলমডাঙ্গায় নারী ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে ল্যাপটপ বিতরণ
- আপলোড টাইম : ১০:৩৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ২৪ বার পড়া হয়েছে
আলমডাঙ্গায় প্রযুক্তিতে দক্ষ ও স্বনির্ভর নারী ফ্রিল্যান্সার তৈরির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি আইসিটি কার্যক্রমের অংশ হিসেবে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দ্বিতীয় পর্যায়ে ‘ওমেন আইসিটি সার্ভিস প্রোভাইডার’ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৮০ জন নারীর প্রত্যেককে একটি করে ল্যাপটপ প্রদান করা হয়। এই প্রশিক্ষণ কার্যক্রমটি তত্ত্বাবধান করেন প্রাইমেসি ইনফোটেক লিমিটেড নামের একটি বেসরকারি কোম্পানি, যা ট্রেনিং পার্টনার হিসেবে যুক্ত ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইমেসি ইনফোটেক লিমিটেডের ইঞ্জিনিয়ার ও হার পাওয়ার প্রকল্পের প্রোগ্রামার মো. ইমরান হাসান। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেহেদী ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মোস্তাফিজুর রহমান, ইনফোটেক অফিসার সৈকত হাসান, আইসিটি ট্রেনার আল রোমান রাজন এবং নারী উদ্যোক্তা হেলেন আক্তার কামনা প্রমুখ।