ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

জীবননগরে শীতের আগমনে ভিড় বেড়েছে সুস্বাদু কালাই রুটির দোকানে

মো. মিঠুন মাহমুদ, জীবননগর:
  • আপলোড টাইম : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ২৯ বার পড়া হয়েছে

জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামে কালাই রুটি খেতে প্রতিদিনই বিকেল থেকে ভিড় জমান ভোজনরসিকরা। গভীর রাত পর্যন্ত চলে এ রুটির বিক্রি। জীবননগরের বেশকিছু মানুষ কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

কথা হয় কলাই রুটি স্বাধ নিতে আসা লিমন নামের এক ক্রেতার সাথে। তিনি বলেন, গত বছরও এখানে এসে কালাই রুটি খেয়েছি। এবারও খাচ্ছি। কালাই রুটির সাথে যে সমস্ত ভর্তা দেয় তা দিয়ে খেতে অনেক ভালো লাগে।

কালাই রুটির ব্যবসায় ভালো লাভ বলে জানান বিক্রেতা আবু সামা। লাভের কারণে জীবননরের লক্ষ্মীপুর পথের ধারে ছোট-বড় এমন অনেক রুটির দোকান গড়ে উঠেছে বলেও জানান তিনি।
আবু সামা বলনে, শুরুতে অল্প পরিসরে চলত তার কালাই রুটি তৈরির কাজ। পরে ক্রেতাদের চাহিদা বাড়ায় এখন একটু বড় সড় করে ব্যবসা করছেন। আর এ কাজে তাকে সাবিকভাবে সহযোগিতা করেন তার স্ত্রী। প্রতি বছর শীতের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কালাই রুটির ব্যবসা চলে। রুটি বিক্রি করেই মাসে তার আয় হয় প্রায় ৪৮ হাজার টাকা। এ আয় দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যেই সংসার চলে সংসার।

তিনি বলেন, জীবননগর ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার লোকজন তার দোকানের কালাই রুটি খেতে আসেন। এমনকি গাড়ি থামিয়েও অনেকে তার দোকানে বসে কালাই রুটি খেয়ে থাকেন এবং পরিবারের জন্যও নিয়ে যান। একটি কলাই রুটির দাম নেন ২০ টাকা। এর সঙ্গে কাঁচামরিচ, ধনেপাতা ও বেগুন ভর্তা দেন। প্রতিদিন দোকানে ৭০ থেকে ৮০ পিস কালাই রুটি বিক্রি হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

জীবননগরে শীতের আগমনে ভিড় বেড়েছে সুস্বাদু কালাই রুটির দোকানে

আপলোড টাইম : ১০:১৫:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

জীবননগর পৌর শহরের লক্ষ্মীপুর গ্রামে কালাই রুটি খেতে প্রতিদিনই বিকেল থেকে ভিড় জমান ভোজনরসিকরা। গভীর রাত পর্যন্ত চলে এ রুটির বিক্রি। জীবননগরের বেশকিছু মানুষ কালাই রুটি বিক্রি করে জীবিকা নির্বাহ করেন।

কথা হয় কলাই রুটি স্বাধ নিতে আসা লিমন নামের এক ক্রেতার সাথে। তিনি বলেন, গত বছরও এখানে এসে কালাই রুটি খেয়েছি। এবারও খাচ্ছি। কালাই রুটির সাথে যে সমস্ত ভর্তা দেয় তা দিয়ে খেতে অনেক ভালো লাগে।

কালাই রুটির ব্যবসায় ভালো লাভ বলে জানান বিক্রেতা আবু সামা। লাভের কারণে জীবননরের লক্ষ্মীপুর পথের ধারে ছোট-বড় এমন অনেক রুটির দোকান গড়ে উঠেছে বলেও জানান তিনি।
আবু সামা বলনে, শুরুতে অল্প পরিসরে চলত তার কালাই রুটি তৈরির কাজ। পরে ক্রেতাদের চাহিদা বাড়ায় এখন একটু বড় সড় করে ব্যবসা করছেন। আর এ কাজে তাকে সাবিকভাবে সহযোগিতা করেন তার স্ত্রী। প্রতি বছর শীতের শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত কালাই রুটির ব্যবসা চলে। রুটি বিক্রি করেই মাসে তার আয় হয় প্রায় ৪৮ হাজার টাকা। এ আয় দিয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যেই সংসার চলে সংসার।

তিনি বলেন, জীবননগর ছাড়াও পার্শ্ববর্তী উপজেলার লোকজন তার দোকানের কালাই রুটি খেতে আসেন। এমনকি গাড়ি থামিয়েও অনেকে তার দোকানে বসে কালাই রুটি খেয়ে থাকেন এবং পরিবারের জন্যও নিয়ে যান। একটি কলাই রুটির দাম নেন ২০ টাকা। এর সঙ্গে কাঁচামরিচ, ধনেপাতা ও বেগুন ভর্তা দেন। প্রতিদিন দোকানে ৭০ থেকে ৮০ পিস কালাই রুটি বিক্রি হয়।