গাংনীতে সড়কে গাছ ফেলে গণ-ডাকাতি
- আপলোড টাইম : ১০:১২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ২৭ বার পড়া হয়েছে
মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে গাছ ফেলে গণ-ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদের হামলায় সজিব হোসেন ও সুমন হোসেন নামের দুজন ট্রাকচালক আহত হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। আহত দুজনের বাড়ি গাংনী উপজেলার বামন্দী এলাকায়।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের আকুবপুর নামক স্থানে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে সড়কে গাছ ফেলে গাড়ি গতিরোধ করে চালকদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাতেরা। এসময় ট্রাকের চালকেরা প্রতিরোধ করার চেষ্টা করতে গিয়ে ডাকাতদের হামলা আহত হন। তারা স্থানীয় াবে চিকিৎসা নিয়েছেন।
ডাকাতদের হামলায় আহত সজিব হােসেন জানান, আমিসহ ওই সড়ক দিয়ে বেশ কয়েকজন ট্রাক নিয়ে বামন্দী থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আকুবপুর নামক স্থানে ডাকাতেরা গাছ ফেলে সড়ক অবরোধ করে ট্রাক থামাতে বাধ্য করে। এসময় আমরা কয়েকজন ট্রাক নিয়ে পালানোর চেষ্টা করার সময় ডাকাতেরা আমাদের দুজন চালককে কুপিয়ে জখম করে। তারা আমাদের কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়েছে। একইভাবে একটি অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া রোগী ও স্বজনদের কাছ থেকেও নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয় তারা।
এ বিষয়ে জানতে চাইলে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।