সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে জাতীয় সমবায় দিবস পালিত
স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে যুগোপযোগী করে গড়ে তোলার আহ্বান
- আপলোড টাইম : ১০:০০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটিতে এবারের প্রতিপাদ্য ছিল ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’। সমবায় সম্পর্কে জনগণকে সচেতন এবং সমবায় আন্দোলনে গতিশীলতা আনতে প্রতিবছর নভেম্বর মাসের প্রথম শনিবার দিবসটি পালন করা হয়। এদিকে, দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস পৃথক বাণী দিয়েছেন।
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে চুয়াডাঙ্গায় জাতীয় সমবায় দিবস-২০২৪ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের তালে তালে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ডিসি সাহিত্য মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেয়। চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসার কাজী বাবুল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমবায় খাত দেশের দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশের স্থানীয় চাহিদা অনুযায়ী নিবিড় পেশাভিত্তিক প্রশিক্ষণ, সহজ শর্তে সমবায়ীদের ঋণ সুবিধা, প্রযুক্তিগত ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে সমবায়ীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে কাজ করছে।’ এসময় জেলা প্রশাসক একটি নতুন অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে সমবায়কে আধুনিক ও যুগোপযোগী করে গড়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘কৃষি, মৎস্য, দুগ্ধ, পরিবহণ, গৃহায়ন, শিল্প, বিমা, বাজারজাতকরণসহ অর্থনীতির সকল ক্ষেত্রে সমবায় কার্যকর পদ্ধতি হিসেবে পরিচিত। মূলধন গঠন, বিনিয়োগ, পুষ্টিচাহিদা পূরণ, নারীর ক্ষমতায়ন, আবাসন সুবিধার সম্প্রসারণ, আয়বর্ধনমূলক প্রশিক্ষণ প্রদান, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি, সুবিধাবঞ্চিত নারী, তৃতীয় লিঙ্গ ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের মাধ্যমে দারিদ্র্য নিরসনে সমবায় ফলপ্রসূ অবদান রাখতে পারে।’
চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নুসরাত জাহান করবীরের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার আব্দুল আওয়াল। সমবায়ীদের মধ্যে বক্তব্য দেন একতা হেয়ার প্রসেসিংয়ের সভাপতি হাসিবুর জামান শহিদ বিশ্বাস।
আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন সমবায়ীদের মধ্যে চেক বিতরণ এবং গাছের চারা বিতরণ করা হয়। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কালেক্টরেট জামে মসজিদের ইমাম কবীর আহম্মেদ, এবং গীতা পাঠ করেন সুনিল মল্লিক।
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজানুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার, জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার রেজওয়ানা নাহিদ, সিনিয়র সহকারী কমিশনার তিথি মিত্র, জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সাইফুল ইসলাম সাইফ। এছাড়াও জেলা প্রশাসন ও সমবায় অফিসের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীসহ জেলার বিভিন্ন অঞ্চলের সমবায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, জাতীয় সমবায় দিবস-২০২৪ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে পরিষদের হল রুমে উপজেলা সমবায় অফিসার মমতা বানুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সমবায় গণমানুষের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সমবায় এগিয়ে নিতে হলে সকলকে পাশে থাকতে হবে। সবাই একত্রিত হয়ে সমবায়কে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ এটি মানুষের জীবনে বিশেষ গুরুত্ব রাখে, বিশেষ করে প্রান্তিক মানুষের জন্য।’
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাখছুরা জান্নাত, উপসহকারী কৃষি অফিসার রকিব উদ্দিন, এবং বিআরডিবির চেয়ারম্যান বিপ্লব হোসেন মাস্টার। সমবায়ী শেখ ইমরানের উপস্থাপনায় এসময় আরও উপস্থিত ছিলেন ঐশী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির পরিচালক এইচএম মোয়াজ্জেম, বিশ্বাস সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির রানা আহমেদ লাবলু, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক সাহারুল ইসলাম, সরদার মাসুদ রানা, অফিস সহকারী হাসেম আলী, জিয়াউর রহমানসহ উপজেলার বিভিন্ন সমিতির সদস্যরা।
অপরদিকে, দামুড়হুদায় যথাযথ মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদ্যাপনন করা হয়েছে। দিবসটি উদ্যাপনন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সমবায়ী প্রতিষ্ঠানে সম্মাননা স্মারক ক্রেস্ট বিতরণ করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্যে দিয়ে এ দিবসটি পালন করা হয়। দামুড়হুদা উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা মমতাজ-মহাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাশফিকুর রহমান। এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইজ আ. কাদির, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুল হক, মোক্তারপুর বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখতিয়ার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ইউএনও মমতাজ মহাল সরকারের টেকসই উন্নয়ন প্রচেষ্টাকে সুনিশ্চিত করতে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে সমবায়ের আদর্শ সহ মূল্যবোধকে সমুন্নত রাখার আহবান জানন। আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলায়াত করেন দামুড়হুদা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশীদ।
সভা শেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সমবায়ী প্রতিষ্ঠান হরিরামপুর সেবা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি., সদাবরী মৎস্যজীবী সমবায় সমিতি লি., একতা হেয়ার প্রসেসিং ব্যবসায়ী সমবায় সমিতি লি., ভরসা বহুমুখী সমবায় সমিতি লি., কে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।
এছাড়া, মেহেরপুরে জাতীয় সমবায় দিবস ২০২৪ পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে গতকাল বেলা ১১টায় জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসন কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) গাজী মূয়ীদুর রহমান, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উপ-পরিচালক এ জে এম সিরাজুল মুনীর।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক এনামুল হক, জেলা সমবায় দপ্তরের পরিদর্শক নুরুজ্জামান, প্রশিক্ষক নুরুজ্জামান, তাঁত বিশেষজ্ঞ মাসুদ রানা, সহকারী পরিদর্শক সাইফুল রহমান, জাহিদ হাসান প্রমুখ। আলোচনার পূর্বে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ এবং জেলা সমবায় অফিসার প্রভাষ চন্দ্র বালা।
অন্যদিকে, গাংনী উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের যৌথ আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি গাংনী উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। স্বাগত বক্তব্য দেন মনিরুজ্জামান।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত থেকে আরও বক্তব্য দেন চাঁদপুর সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আবুল কাশেম, নাগদারখাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাহী পরিষদের সদস্য আব্দাল হক, ডিজিটাল বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিদের উত্তরীয় পরানো হয় এবং উপজেলার পাঁচটি সফল সমবায়ী প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়।
অপরদিকে, ঝিনাইদহের হরিণাকণ্ডু উপজেলা সমবায় দপ্তরের উদ্যোগে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল সকালে হরিণাকুণ্ডু উপজেলার উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের সার্বিক র্যালি, জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন এবং আলোচনা সভা করা হয়। সমবায় র্যালি, পতাকা উত্তোলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার তাসলিমা আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইষিতা আক্তার। বিশেষ অতিথি ছিলেন হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ রউফ খান। অতিথি ছিলেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপন, সমন্বয়ক রাশেদ খান মেনন, এবং দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার হরিণাকুণ্ডু প্রতিনিধি সোহরাবসহ সমবায়ীবৃন্দ।