ইপেপার । আজ শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চলাচলের প্রধান সড়কে ভাঙন

চলাচলে দুর্ভোগ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ৩৯ বার পড়া হয়েছে

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চলাচলের একমাত্র সড়কে এক সপ্তাহ আগে বৃষ্টির পানিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে যানবাহন ও জন-সাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, এই সড়ক দিয়ে ঈশ্বরচন্দ্রপুরসহ পার্শ্ববর্তী ৪টি গ্রাম শ্যামপুর, জয়নগর ও আকন্দবাড়িয়া গ্রামের মানুষ যাতায়াত করে। এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, ভ্যান, আটো, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু হঠাৎ ভারি বৃষ্টির কারণে সড়কে ভাঙনের সৃষ্টি হয়। দিন দিন সেগুলো বাড়ছে। বর্তমানে এই সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়াতে পৌরসভা থেকে বাঁশ দিতে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে দর্শনা পৌরসভার প্রশাসক কেএইচ তাসফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং বৃষ্টির পানিতে ভাঙনের সৃষ্টি হলে সেখানে সংস্কার কাজ করানো হয়েছে। কিন্তু ওখানে রাস্তা কেটে বক্স কালভার্ট নির্মাণ করতে হবে। এ বিষয়ে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত কাজ শুরু করা হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চলাচলের প্রধান সড়কে ভাঙন

চলাচলে দুর্ভোগ, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ

আপলোড টাইম : ০৯:৫১:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

দর্শনার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের চলাচলের একমাত্র সড়কে এক সপ্তাহ আগে বৃষ্টির পানিতে ভাঙনের সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কে যানবাহন ও জন-সাধারণের চলাচল বিঘ্নিত হচ্ছে। এতে এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জরুরি ভিত্তিতে এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, এই সড়ক দিয়ে ঈশ্বরচন্দ্রপুরসহ পার্শ্ববর্তী ৪টি গ্রাম শ্যামপুর, জয়নগর ও আকন্দবাড়িয়া গ্রামের মানুষ যাতায়াত করে। এ সড়ক দিয়ে প্রতিদিন ট্রাক, পিকআপ, ভ্যান, আটো, সাইকেল, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। কিন্তু হঠাৎ ভারি বৃষ্টির কারণে সড়কে ভাঙনের সৃষ্টি হয়। দিন দিন সেগুলো বাড়ছে। বর্তমানে এই সড়কটির বেশির ভাগ অংশ ভেঙে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। যার ফলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। বর্তমানে সড়কটি ঝুঁকিপূর্ণ হওয়াতে পৌরসভা থেকে বাঁশ দিতে ব্যারিকেট দিয়ে রাখা হয়েছে। রাস্তাটি দ্রুত মেরামতের জন্য পৌরসভা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে দর্শনা পৌরসভার প্রশাসক কেএইচ তাসফিকুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি সরেজমিনে পরিদর্শন করেছি এবং বৃষ্টির পানিতে ভাঙনের সৃষ্টি হলে সেখানে সংস্কার কাজ করানো হয়েছে। কিন্তু ওখানে রাস্তা কেটে বক্স কালভার্ট নির্মাণ করতে হবে। এ বিষয়ে আমাদের পৌরসভার পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দ্রুত কাজ শুরু করা হবে।