দর্শনায় গত এক সপ্তাহে ১২ জায়গায় চুরি
- আপলোড টাইম : ০৯:৪৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৩২ বার পড়া হয়েছে
দর্শনা পৌর এলাকার বিভিন্ন গ্রামে গত এক সপ্তাহের ব্যবধানে ১২টির দুঃসাহসিক চুরি ঘটনা ঘটেছে। একের পর এক চুরি ঘটনা ঘটলেও প্রশাসন নীরব। সর্বশেষ গত শুক্রবার দিবাগত রাতে দর্শনা রামনগর মাঠপাড়া জহিরুল ইসলামের ছেলে মাসুদ রানার ২ লাখ টাকা মূল্যের একটি ইজিবাইক চুরি হয়েছে। একই রাতে একই গ্রামের জামিরুল ইসলামের ছেলে শামীম আহম্মেদের ১ লাখ ৬০ হাজার টাকা মূল্যের গরু চুরি হয়েছে। এছাড়া ঈশ্বরচন্দ্রপুরে কালু মিয়া ছেলে ইউসুফ আলীর একটি ইজিবাইক চুরি হয়েছে। চুরির ঘটনায় ইউসুফ আলী দর্শনা থানায় একটি অভিযোগ করেছেন।
এছাড়া গত অক্টোবর মাসে রামনগর দাসপাড়ার গোলপ নবীর ছেলে আব্দুল লতিফের দোকানের তালা ভেঙে ২০ হাজার টাকা ও দোকানের মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়া রামনগর পূর্বপাড়ার আব্দুর রশিদের বাড়ি থেকে টিভি, নগদ ৬ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন, দুই জোড়া কানের দুল ও একটি সোনার চেন চুরি হয়েছে। দর্শনা প্রেসক্লাবের সামনে থেকে গত ১০ অক্টোবর একটি বাই সাইকেল চুরি হয়েছে। ২০ অক্টোবর দক্ষিণ চাঁদপুরে গ্রামের স্কুলপাড়া মোড়ে দোকান থেকে ৩৫ হাজার টাকার মালামাল চুরি হয়ে গেছে।
এছাড়া দর্শনা আজিমপুর মসজিদের গ্লাস ভেঙে দান বাক্স টাকা চুরি হয়েছে। এদিকে ২১ অক্টোবর ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈদগাপাড়ার মসজিদের দান বাক্স ভেঙে চুরি করে নিয়ে গেছে চোরেরা। এছাড়া ছোট বেশ কিছু স্থানে চুরির ঘটনা ঘটেছে। এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনর্চাজ (ওমি) শহীদ তিতুমীর বলেন আমি, চুরি ঘটনা শুনেছি। আমি অফিসার পাঠিয়েছি। অভিযান চলছে। আমি অতিরিক্ত টহল পাঠাচ্ছি।