দর্শনায় মামলায় বাদি ও সাক্ষীকে কুপিয়ে জখম, প্রধান আসামি গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:৫৫:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
- / ৪০ বার পড়া হয়েছে
দর্শনায় সাবেক কাউন্সিলর আশুর উদ্দীন আশুকে কুপিয়ে জখম করা মামলার বাদী ফরমান (৫৫) ও সাক্ষী শিপনকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় প্রধান আসামি রাশেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। রাশেদ দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের সানিরুলের ছেলে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা পৌর বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি ফরমান আলী দর্শনা জনতা ব্যাংকের সামনে বসে চা পান করছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর আশুর উদ্দীন আশুকে কুপিয়ে জখম করা মামলার আসামি রাশেদ তাকে কুপিয়ে জখম করে। পরে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কাদের আলীর ছেলে শিপনকে কুপিয়ে জখম করেন। পরে তাদের দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওমি) শহীদ তিতুমীরের নেতৃত্বে অভিযান চালিয়ে দর্শনা পৌরসভার ঈশ্বরচন্দ্রপুর গ্রাম থেকে রাশেদকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর রাত ৮টার দিকে দর্শনা থানাধীন ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বড় মসজিদের পাশে ওসমানের মুদি দোকানের সামনে সাবেক কাউন্সিলর আগুরদ্দিন আশুকে কুপিয়ে জখম করে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ফরমান আলী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে ৭/৮ অজ্ঞাত আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেন। যার মামলা নম্বর ১৯।