ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের প্রথম সফলতা

আত্মনির্ভর হলো অসহায় পরিবার

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৪৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪
  • / ২০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি এলাকায় আর্থিকভাবে অসচ্ছল এক পরিবারকে স্বাবলম্বী করতে অভিনব উদ্যোগ নিয়েছে নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের চুয়াডাঙ্গা টিম। ‘স্বাবলম্বী প্রজেক্ট (নেক্সজেন স্টল)’ নামের এ প্রকল্পের আওতায় পরিবারটির কর্তা আব্বাস আলীকে একটি দোকান ও মালামাল উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের চুয়াডাঙ্গা টিমের সদস্যরা তাদের প্রথম প্রকল্প হিসেবে উপহার স্বরূপ দোকানটি আব্বাস আলীকে বুঝিয়ে দেন। এর মাধ্যমে আব্বাস আলীর পরিবারকে আয়-রোজগারের একটি স্থায়ী উৎসের সৃষ্টি হলো।

প্রকল্পটির আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তুলতে আমরা এই স্বাবলম্বী প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের ছোট একটি উদ্যোগও যদি একজনের জীবন বদলে দিতে পারে আমরা নিজেদের সার্থক মনে করবো। আমরা এই প্রকল্পের নাম দিয়েছি ‘স্বাবলম্বী প্রজেক্ট (নেক্সজেন স্টল)’।

মুশফিকুর রহমানের নেতৃত্বে এই প্রকল্পে আরও যুক্ত আছেন ফাহিম উদ্দিন, মাহিন বিল্লা, মো. সুমন, নুসরাত জাহান রোজা, নিতু ইসলাম, উম্মে মাইশা, নাহিদ জাভেদ, মেজবাউর রহমান, আবেদা বিনতে নাহিদ, মোহাম্মদ প্রিন্স ও হাসনা জাহান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

চুয়াডাঙ্গায় নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের প্রথম সফলতা

আত্মনির্ভর হলো অসহায় পরিবার

আপলোড টাইম : ০৯:৪৮:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা পৌর শহরের বুজরুকগড়গড়ি এলাকায় আর্থিকভাবে অসচ্ছল এক পরিবারকে স্বাবলম্বী করতে অভিনব উদ্যোগ নিয়েছে নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের চুয়াডাঙ্গা টিম। ‘স্বাবলম্বী প্রজেক্ট (নেক্সজেন স্টল)’ নামের এ প্রকল্পের আওতায় পরিবারটির কর্তা আব্বাস আলীকে একটি দোকান ও মালামাল উপহার দেওয়া হয়েছে। গতকাল শনিবার নেক্সটজেন ইউথ অ্যালায়েন্সের চুয়াডাঙ্গা টিমের সদস্যরা তাদের প্রথম প্রকল্প হিসেবে উপহার স্বরূপ দোকানটি আব্বাস আলীকে বুঝিয়ে দেন। এর মাধ্যমে আব্বাস আলীর পরিবারকে আয়-রোজগারের একটি স্থায়ী উৎসের সৃষ্টি হলো।

প্রকল্পটির আহ্বায়ক মুশফিকুর রহমান বলেন, ‘আর্থিকভাবে অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তুলতে আমরা এই স্বাবলম্বী প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের ছোট একটি উদ্যোগও যদি একজনের জীবন বদলে দিতে পারে আমরা নিজেদের সার্থক মনে করবো। আমরা এই প্রকল্পের নাম দিয়েছি ‘স্বাবলম্বী প্রজেক্ট (নেক্সজেন স্টল)’।

মুশফিকুর রহমানের নেতৃত্বে এই প্রকল্পে আরও যুক্ত আছেন ফাহিম উদ্দিন, মাহিন বিল্লা, মো. সুমন, নুসরাত জাহান রোজা, নিতু ইসলাম, উম্মে মাইশা, নাহিদ জাভেদ, মেজবাউর রহমান, আবেদা বিনতে নাহিদ, মোহাম্মদ প্রিন্স ও হাসনা জাহান।