শিরোনাম:
চুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল ও জিকির
নিজস্ব প্রতিবেদক:
- আপলোড টাইম : ০৮:০৫:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৪ বার পড়া হয়েছে
আল্লামা রসূলপুরীর শুভাগমন উপলক্ষে চুয়াডাঙ্গায় বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা সালেকবৃন্দের আয়োজনে সরকারি ভি.জে. মাধ্যমিক বিদ্যালয় (চাঁদমারি) মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। আছরের নামাজের পর শুরু হয়ে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির চলে রাত ১১টা পর্যন্ত। এদিকে, বার্ষিক এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে চাঁদমারি জুড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকানের পসরা সাজান ব্যবসায়ীরা। মাহফিলে শহর ও আশেপাশের এলাকার শত শত মুসল্লি অংশগ্রহণ করেন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করেন চার তরিকার পীরে মোকাম্মেল হযরত মাওলানা শরিফ মাসুম বিল্লাহ নেছারী। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন রসূলপুরী খলীফা হযরত মাওলানা আবুবকর সিদ্দিকী। এছাড়া যহরত মাওলানা মুফতি আব্দুস সবুরসহ স্থানীয় ওয়ায়েজগণ তাফসির পেশ করেন।
ট্যাগ :