গাংনীতে স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল
- আপলোড টাইম : ০৮:০২:৩৩ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩৬ বার পড়া হয়েছে
মেহেরপুরের গাংনীতে শহীদ আবু সাঈদের স্মৃতিতে স্বাধীনতা-২৪ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুগিন্দা নাইন স্টার ক্লাব। গতকাল শুক্রবার বিকেল চারটায় উপজেলার ধানখোলা ইউনিয়নের জুগিন্দা গ্রামবাসীর আয়োজনে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় মাঠে মাসব্যাপী ৩২ দলের এই টুর্নামেন্ট ফাইনাল অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রীতম সাহা। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান ফিরোজ, সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান, গাংনী পৌর যুবদলের আহ্বায়ক সাহিদুল ইসলাম, জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল করিম, স্থানীয় বিএনপি নেতা কাশেম আলী, দুলাল খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। খেলা পরিচালনা করেন জাফর ইসলাম, ধারাভাষ্য দেন আবু জাহিদ। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন।