ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

গাংনীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

প্রতিবেদক, গাংনী:
  • আপলোড টাইম : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ৪০ বার পড়া হয়েছে

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের নাহারুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি মহিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মহিবুল (৬০) বাওট গ্রামের মৃত মওলা বকসের ছেলে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন বেসপুর ২০ শয্যা হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প ও র‌্যাব-৬ এর গোপালগঞ্জ ভাটিয়াপাড়া সদর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মহিবুলকে গ্রেপ্তার করে। র‌্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আশরাফউল্লাহ গতকাল শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
র‌্যাব সূত্র জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে নাহারুল ইসলামের সাথে একই গ্রামের মহিবুল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে মহিবুলসহ বেশ কয়েকজন নাহারুল ইসলামের বাড়িতে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং নিহতের দুই ছেলের হাত কুপিয়ে জখম করে। এ ঘটনায় নিহত মহিবুল ইসলামের বড় ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে বাওট গ্রামের মাওলা বকসের ছেলে আব্দুল হামিদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে ৭ আগস্ট গাংনী থানার একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বও ৮।
মামলার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন বেসপুর ২০ শয্যা হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৫ নম্বর আসামী মহিবুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

গাংনীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

আপলোড টাইম : ০৭:৫৯:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের নাহারুল ইসলাম হত্যা মামলার পলাতক আসামি মহিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃত মহিবুল (৬০) বাওট গ্রামের মৃত মওলা বকসের ছেলে। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন বেসপুর ২০ শয্যা হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনীস্থ ক্যাম্প ও র‌্যাব-৬ এর গোপালগঞ্জ ভাটিয়াপাড়া সদর ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে মহিবুলকে গ্রেপ্তার করে। র‌্যাব-১২ এর গাংনীস্থ ক্যাম্প কমান্ডার ও সহকারী পুলিশ সুপার আশরাফউল্লাহ গতকাল শুক্রবার দুপুরের দিকে গ্রেপ্তারের বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান।
র‌্যাব সূত্র জানায়, মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে নাহারুল ইসলামের সাথে একই গ্রামের মহিবুল ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের সূত্র ধরে গত ৬ আগস্ট রাত ৯টার দিকে মহিবুলসহ বেশ কয়েকজন নাহারুল ইসলামের বাড়িতে ঢুকে পূর্বপরিকল্পিতভাবে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে এবং নিহতের দুই ছেলের হাত কুপিয়ে জখম করে। এ ঘটনায় নিহত মহিবুল ইসলামের বড় ছেলে নাজমুল হোসেন বাদী হয়ে বাওট গ্রামের মাওলা বকসের ছেলে আব্দুল হামিদকে প্রধান আসামি করে ১১ জনের বিরুদ্ধে ৭ আগস্ট গাংনী থানার একটি হত্যা মামলা দায়ের করেন। যার নম্বও ৮।
মামলার পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছিল। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন বেসপুর ২০ শয্যা হাসপাতালের নার্স কোয়ার্টারে অভিযান পরিচালনা করে হত্যা মামলার ৫ নম্বর আসামী মহিবুল হককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।