আন্দুলবাড়ীয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল
- আপলোড টাইম : ০৭:৫৮:০০ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ২৬ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজার পাড়া যুব সমাজের উদ্যোগে শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন আমবাগানে ৬টি গ্রুপের সমন্বয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। ফাইনাল খেলায় আন্দুলবাড়ীয়া বাজার পাড়া ক্রিকেট একাদশকে টাই অভারে হারিয়ে আন্দুলবাড়ীয়া খাঁ পাড়া জুনিয়র ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার শেখ ফরহাদ হোসেন সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্লা হাসানুজ্জামান হাসান।
বিশেষ অতিথি ছিলেন জাগো আন্দুলবাড়ীয়া সংগঠনের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সাংবাদিক নারায়ণ ভৌমিক, ফরহাদ হোসেন ডাকু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও নির্ভীক ফাউন্ডেশনের সভাপতি নাঈমুর রহমান খান।