জীবননগর থানা থেকে নারী আসামি পালানোর ঘটনা
ঝিনাইদহ থেকে গ্রেপ্তার, কারাগারে প্রেরণ- আপলোড টাইম : ০৫:৩০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ২৯ বার পড়া হয়েছে
জীবননগর থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া নারী আসামি মনোয়ারা খাতুনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ পুলিশ এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা ঝিনাইদহ সদরে অভিযান চালিয়ে ওই আসামির এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গতকালই তাকে আদালতের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার মনোয়ারা খাতুন পাশর্^বর্তী ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাহজাহান মন্ডলের মেয়ে।
এর আগে গত বুধবার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রাম থেকে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ মনোয়ারা খাতুন ও নাজমুল হুদা নামের দুজনকে আটক করে বিজিবি। পরে বিজিবি বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জীবননগর থানায় হস্তান্তর করে। আসামিদের মধ্যে মনোয়ারা খাতুনকে থানার নারী ও শিশু ডেস্কে রাখা হয়। পরদিন বৃহস্পতিবার তাকে চুয়াডাঙ্গা কোর্টে পাঠানোর কথা ছিল। এর মধ্যে সকাল ৬টার দিকে টয়লেটে যাওয়ার কথা বলে কৌশলে দৌঁড়ে পালিয়ে যান মনোয়ারা খাতুন।
ওই ঘটনায় কর্তব্য অবহেলার অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শকসহ (এসআই) তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়। সেই সাথে চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন, জীবননগর থানার উপ-পরিদর্শক (এসআই) পবিত্র মণ্ডল, কনস্টেবল সোলাইমান খান ও মিতা খাতুন।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, মাদক মামলার আসামি মনোয়ারা খাতুন পালিয়ে যাওয়ার পর তার বিরুদ্ধে পেনালকোডে আরও একটি মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যহত ছিল। শুক্রবার ভোরে ঝিনাইদহ সদরে তার এক আত্মীয়ের বাড়ি থেকে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়। এরপর সকালেই আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।