সরোজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা এজাহারভুক্ত দুই আসামিসহ আটক ৪
এজাহারভুক্ত দুই আসামিসহ আটক ৪- আপলোড টাইম : ০৫:২৯:০০ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
- / ৩১ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা দুইটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে সরোজগঞ্জ বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতদের মধ্যে এজহারনামীয় আসামি দুজন। এরা হলেন- সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আসাদুল হক আসারের ছেলে কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানা (৪৩) ও একই ইউনিয়নের মৃত আরজুল্লাহর ছেলে যুবলীগ নেতা আজিজুল হক আঙ্গুর হোসেন। এছাড়াও গ্রেপ্তারকৃত অন্য দুজন আসামি হলেন- একই গ্রামের ওসমান গনির ছেলে এবং কুতুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি মেহেদী হাসান মেহেদী (৪০) ও সিন্দুরিয়া গ্রামের সমসের কাজীর ছেলে যুবলীগের সক্রিয় সদস্য মিলন কাজী।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) হোসেন আলীর নেতৃত্বে এসআই আজগার হোসেন গতকাল দুপুরে এই অভিযান পরিচালনা করে। এসময় সরোজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্মম হামলার ঘটনায় অভিযুক্ত এজহারনামীয় দুই আসামিসহ মোট চারজনতে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই সরোজগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ২০ আগস্ট সদর উপজেলার মুহম্মদজুমা গ্রামের আমিনুল ইসলামের ছেলে তৌফিক আহমেদ বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন। যার নম্বর ২০। অভিযোগের ভিত্তিতে এজহারনামীয় দুই আসামিসহ জড়িত মোট চারজনকে গতকাল গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।