ইপেপার । আজ শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪

দর্শনা লালন একাডেমির ৩০তম সাধু সংঘ

দর্শনা অফিস:
  • আপলোড টাইম : ০৫:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪
  • / ২৫ বার পড়া হয়েছে

oplus_2

দর্শনা লালন একাডেমির ৩০তম সাধু সংঘ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, সত্য সু-পথ না চিনিলে পাবিনে তার দর্শন’ স্লোগানে বাউল শিরোমণি ফকির লালন শাহ্ এর ১৩৪তম তিরোধান দিবস ও স্মরণ উৎসব-২০২৪ উপলক্ষে এর আয়োজন করা হয়। আলোচনা সভা ও ভাব সংগীতের মাধ্যমে ৩০তম সাধু সংঘের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতার ও টিভি শিল্পী ওস্তাদ মোস্তাক আহম্মেদ মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও দর্শনা সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু বাউল, সমন্বয়ক টিটো খান, রাশেদ মল্লিক, সাজাহান সাজু এবং আনোয়ার জোয়ার্দার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন হোসেন। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা লালন সাঁইজির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ভাব ও লালন সংগীত উপভোগ করেন কেরুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। পরে তিনি শিল্পীদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দর্শনা সাংস্কৃতিক সংসদের অন্যতম সমন্বয়ক মিল্টন কুমার সাহা। সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুদ্ধ, জমিরুল শাহ, পিকলু শাহ, আলম শাহ, খবির শাহসহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্য। আজ শনিবার দুপুরে সাধুগণের পুনরুদ্ধার সেবার মধ্য দিয়ে ৩০তম সাধু সংঘ শেষ হবে।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

দর্শনা লালন একাডেমির ৩০তম সাধু সংঘ

আপলোড টাইম : ০৫:৫১:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪

দর্শনা লালন একাডেমির ৩০তম সাধু সংঘ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ‘সত্য বল, সুপথে চল, ওরে আমার মন, সত্য সু-পথ না চিনিলে পাবিনে তার দর্শন’ স্লোগানে বাউল শিরোমণি ফকির লালন শাহ্ এর ১৩৪তম তিরোধান দিবস ও স্মরণ উৎসব-২০২৪ উপলক্ষে এর আয়োজন করা হয়। আলোচনা সভা ও ভাব সংগীতের মাধ্যমে ৩০তম সাধু সংঘের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি শরীফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বেতার ও টিভি শিল্পী ওস্তাদ মোস্তাক আহম্মেদ মনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের লোকসংগীত শিল্পী ও দর্শনা সাংস্কৃতিক সংসদের সমন্বয়ক মনিরুজ্জামান ধীরু বাউল, সমন্বয়ক টিটো খান, রাশেদ মল্লিক, সাজাহান সাজু এবং আনোয়ার জোয়ার্দার।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মিলন হোসেন। আলোচনা শেষে স্থানীয় ও অতিথি শিল্পীরা লালন সাঁইজির গান পরিবেশন করেন। অনুষ্ঠানে অংশ নিয়ে ভাব ও লালন সংগীত উপভোগ করেন কেরুর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ। পরে তিনি শিল্পীদের হাতে উপহার তুলে দেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন দর্শনা সাংস্কৃতিক সংসদের অন্যতম সমন্বয়ক মিল্টন কুমার সাহা। সার্বিক পরিচালনায় ছিলেন পরিচালনা কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান যুদ্ধ, জমিরুল শাহ, পিকলু শাহ, আলম শাহ, খবির শাহসহ সংগঠনের প্রায় অর্ধশত সদস্য। আজ শনিবার দুপুরে সাধুগণের পুনরুদ্ধার সেবার মধ্য দিয়ে ৩০তম সাধু সংঘ শেষ হবে।