চুয়াডাঙ্গায় ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা নিয়োগ
পিপি হলেন মারুফ সরোয়ার বাবু ও জিপি খালেক- আপলোড টাইম : ০৯:৩৪:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৯৬ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন আদালতে এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩৪ জন আইনজীবীকে সরকারি আইন কর্মকর্তা-পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর, সহকারী পাবলিক প্রসিকিউটর, সরকারি কৌঁসুলি (জিপি) ও সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার তাদের নিয়োগ দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠানো আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পত্র থেকে এ তথ্য জানা গেছে। ওই পত্রে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, চুয়াডাঙ্গা জেলার জেলা ও দায়রা জজ আদালতে ও এর অধীন আদালত এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পূর্বে নিয়োগকৃত সকল আইন কর্মকর্তার নিয়েগাদেশ বাতিলক্রমে তাঁদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যহতি প্রদানপূর্বক নিম্নস্থকে বর্ণিত আইজীবীগণকে তাঁদের পেশাগত দক্ষতা, অভিজ্ঞতা ও সততা সম্পর্কে চুয়াডাঙ্গা জেলার জেলা ও দায়রা জজ ও জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে The Code of Criminal Procedure, ১৮৯৮ এর Section 492 এবং The Legal Remembrancer’s Manual, ১৯৬০ এর Chapter II, Paragraph 1 Rule 9 Paragraph 6 Gi Rule ১৭ এর বিধান মতে তাঁদের নামের বিপরীতে উল্লেখকৃত পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো:
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মারুফ সরোয়ার বাবু। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আহসান আলী। আর চুয়াডাঙ্গা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন মুন্সি মো. শাহাজাহান মুকুল।
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন এস.এম.এ হাসেমী, মো. মানজার আলী জোয়ার্দ্দার (হেলাল), মোছা. আফরোজা আক্তার, খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), মো. মাসুদুর রহমান, মো. ফরজ আলী, মো. মশিউর রহমান পারভেজ, মোছা. রুবিনা পারভীন রুমা, মাসুদ পারভেজ (রাসেল), মো. জিল্লুর রহমান জালাল, মো. আসাদুজ্জামান মিল্টন, মো. শাহজামাল (জামাল), মো. শাহিন আক্তার, মেহেদী হাসান নয়ন, মুহাম্মদ ইকরামুল হক, মো. জহুরুল ইসলাম, মো. বজলুর রহমান, মো. হাসিবুল ইসলাম ইব্রাহীম, মো. আশরাফুল হক উজ্জল, মো. শাহরিয়ার নেওয়াজ অভি, মো. রেজাউল হক-১ ও মো. ইকরামুল হক।
চুয়াডাঙ্গা জেলা জজ আদালত সরকারি কৌসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল খালেক। এছাড়া সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন, মো. সিরাজুল ইসলাম-১, মো. আব্দুল্লাহ আব্দুল এরশাদ, মো. জামাল উদ্দিন, মো. আব্দুল মুকিম, এস এম হুমায়ূন কবীর, মো. আতিয়ার রহমান-২ ও মো. হারুন অর রশিদ বাবলু।