আলমডাঙ্গায় কলেজপাড়া কল্যাণ কমিটির পরিচ্ছন্নতা কার্যক্রম
- আপলোড টাইম : ০৯:২৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৫৬ বার পড়া হয়েছে
টানা বৃষ্টির পর ভেজা, স্যাঁতসেতে পরিবেশে রাস্তার পাশে জন্মানো আগাছা ও জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কার করেছে আলমডাঙ্গায় কলেজপাড়া কল্যাণ কমিটি। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় এই পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কলেজপাড়া কল্যাণ কমিটির সভাপতি (সাবেক ডিজিএম বাংলাদেশ কৃষি ব্যাংক) মতিউর রহমান। তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। তাই আমাদের ধর্মীয় অনুশাসনের পাশাপাশি নিজের এলাকা মহল্লা পরিষ্কার-পরিচ্ছন্নতা করা ইমানী দায়িত্ব বলে মনে করি। ডেঙ্গু মশার বংশবিস্তার রোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও কল্যাণ কমিটির সাধারণ সম্পাদক হাজী শফিকুল ইসলাম, জোহা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রকোনুজ্জামান ডাবলু, খন্দকার হাবিবুল করিম চঞ্চল, কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক শোয়েবুজ্জামান সোহেল, উপদেষ্টা মন্ডলীসহ, কল্যাণ কমিটির জুয়েল, মিতুল, রাজু, কাজল, হুমায়ুন, সামাদ, সেলিম, সজীব,রমজান, হাশেম, তানভীর, মাজেদুল, হাশেম, তরিকুল, সোহাগ, স্বাধীন প্রমুখ।