ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আলমডাঙ্গায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস:
  • আপলোড টাইম : ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৩৬ বার পড়া হয়েছে

আলমডাঙ্গা পৌরসভার সামনের রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি পৌরসভার দীর্ঘদিনের যে সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধান করার। আলমডাঙ্গা পৌরসভার সামনের এই রাস্তা নির্মাণ নিয়ে মানুষের দীর্ঘদিনের আশা ছিল, আজ সেটির নির্মাণকাজ উদ্বোধন করা হলো। এছাড়া আলমডাঙ্গা পৌরসভার রাজস্ব আয়ের একমাত্র উৎস পৌর পশুহাটটি দীর্ঘদিন মামলা করে নিলাম বন্ধ রেখেছে। তারা নামমাত্র মূল্যে পশুহাট নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা খুব তাড়াতাড়ি পশুহাট নিলাম করব।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শারমিন আক্তার, ৩ ও ৪ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু তাওহিদ, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, পৌরসভার প্রকৌশলী আসাদুজ্জামান, কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কঞ্জাভেন্স ইন্সপেক্টর খন্দকার আসাদুল ইসলাম, বড় বাবু খন্দকার খাইরুল ইসলাম নাছিম প্রমুখ।
জানা গেছে, এই নির্মাণকাজের প্যাকেজ প্রকল্পটি ৭ কোটি ৬৩ লাখ টাকার। এর মধ্যে রাস্তা ১ হাজার ৮৮২ মিটার, ড্রেন ১ হাজার ৭১৫ মিটার।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

আলমডাঙ্গায় রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন

আপলোড টাইম : ০৯:২৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

আলমডাঙ্গা পৌরসভার সামনের রাস্তা ও ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদী ইসলাম এই নির্মাণকাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি পৌরসভার দীর্ঘদিনের যে সমস্যা ছিল, সেগুলো চিহ্নিত করে সমাধান করার। আলমডাঙ্গা পৌরসভার সামনের এই রাস্তা নির্মাণ নিয়ে মানুষের দীর্ঘদিনের আশা ছিল, আজ সেটির নির্মাণকাজ উদ্বোধন করা হলো। এছাড়া আলমডাঙ্গা পৌরসভার রাজস্ব আয়ের একমাত্র উৎস পৌর পশুহাটটি দীর্ঘদিন মামলা করে নিলাম বন্ধ রেখেছে। তারা নামমাত্র মূল্যে পশুহাট নিয়ে ছিনিমিনি খেলেছে। আমরা খুব তাড়াতাড়ি পশুহাট নিলাম করব।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন, ১ ও ৪ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত ইউএইচএফপিও ডা. শারমিন আক্তার, ৩ ও ৪ ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা এলজিইডি প্রকৌশলী আবু তাওহিদ, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, পৌরসভার প্রকৌশলী আসাদুজ্জামান, কনসালট্যান্ট মাহমুদুল হাসান, কঞ্জাভেন্স ইন্সপেক্টর খন্দকার আসাদুল ইসলাম, বড় বাবু খন্দকার খাইরুল ইসলাম নাছিম প্রমুখ।
জানা গেছে, এই নির্মাণকাজের প্যাকেজ প্রকল্পটি ৭ কোটি ৬৩ লাখ টাকার। এর মধ্যে রাস্তা ১ হাজার ৮৮২ মিটার, ড্রেন ১ হাজার ৭১৫ মিটার।