ইপেপার । আজ রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫

দামুড়হুদার নাপিতখালিতে মারামারিতে ১১ জন আহত

প্রতিবেদক, দামুড়হুদা:
  • আপলোড টাইম : ০৯:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৪৩ বার পড়া হয়েছে

দামুড়হুদার নাপিতখালিতে জমি-জমা নিয়ে মারমারির ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাপিতখালি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে সিরাজুল (৪০৫), আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩৫), সিরাজুলের ছেলে সজীব (২৫), ছেলের বউ তাসমিনা খাতুন (১৮) ও ভিকু মন্ডলের স্ত্রী আছিয়া খাতুন (৪৬)। অপর পক্ষের আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হযরত আলী (৫২), মোহাম্মদ আলী (৫৬), ওমর আলী (৬২), ওমরের স্ত্রী শুকজান (৫০), ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল কুদ্দুস (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসত ভিটার ৭ শতক জমি নিয়ে গত দুই বছর যাবত উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আমি এখনো এ বিষয়ে জানি না, আপনার মাধ্যমে জানতে পারলাম। ফোর্স পাঠাচ্ছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার নাপিতখালিতে মারামারিতে ১১ জন আহত

আপলোড টাইম : ০৯:২০:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

দামুড়হুদার নাপিতখালিতে জমি-জমা নিয়ে মারমারির ঘটনায় উভয় পক্ষের ১১ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নাপিতখালি পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত কালু মন্ডলের ছেলে সিরাজুল (৪০৫), আব্দুল জলিলের ছেলে আলমগীর হোসেন (৩৫), সিরাজুলের ছেলে সজীব (২৫), ছেলের বউ তাসমিনা খাতুন (১৮) ও ভিকু মন্ডলের স্ত্রী আছিয়া খাতুন (৪৬)। অপর পক্ষের আহতরা হলেন- নাপিতখালি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে হযরত আলী (৫২), মোহাম্মদ আলী (৫৬), ওমর আলী (৬২), ওমরের স্ত্রী শুকজান (৫০), ছেলে রাশেদুল ইসলাম (২৫) ও আব্দুস ছাত্তারের ছেলে আব্দুল কুদ্দুস (৬২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বসত ভিটার ৭ শতক জমি নিয়ে গত দুই বছর যাবত উভয় পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘আমি এখনো এ বিষয়ে জানি না, আপনার মাধ্যমে জানতে পারলাম। ফোর্স পাঠাচ্ছি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’