দর্শনা কেরু ডিস্ট্রিলারিতে নানামুখী পদক্ষেপ গ্রহণ
মদ চুরি ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা- আপলোড টাইম : ০৯:১৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
- / ৪৪ বার পড়া হয়েছে
![](https://dailysomoyersomikoron.com/wp-content/uploads/2024/11/IMG_20241006_120342.jpg)
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????
কেরু চিনিকল চারটি কমপ্লেক্স নিয়ে গঠিত। এর মূল হচ্ছে দর্শনা ডিস্ট্রিলারি। এই ডিস্ট্রিলারি থেকে চুরি ঠেকাতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন নবাগত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রাব্বিক হাসান। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে দর্শনা কেরু ডিস্ট্রিলারি থেকে ফরেন লিকার ও বাংলা মদ চুরি হয়ে আসছে নানা কৌশলে। এখন চোরেরা মদ চুরি করার যতই চেষ্টা করুক না কেন ধরা পড়বে নিশ্চিত। আমরা ফরেন লিকার ও বাংলা মদ চুরি বন্ধ করতে বেশকিছু গোপন পদক্ষেপ নেওয়া হয়েছে। আগে যা করেছেন, এখন থেকে ভালো হয়ে যান। সরকারি সম্পদ চুরি করে কেউ রেহাই পাবে না। ধরা পড়লে সাথে সাথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
দর্শনা কেরু শ্রমিক ইউনিয়নের নবাগত সাধারণ সম্পাদক বলেন, বর্তমানে কেরু ডিস্ট্রিলারিতে চুরি ঠেকাতে ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব শ্রমিক ফরেন লিকার ও বাংলা মদের ফ্যাক্টরিতে কাজ করেন, তাদের প্রত্যেকের চেকিং করে বের করা ও প্রবেশ করানো হচ্ছে। এবং গেটে ৪ জন দারোয়ান রাখা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ফলে বর্তমানে চুরি শূন্যের কোঠায় চলে এসেছে। এসব পদক্ষেপ গ্রহণ করায় এমডি রাব্বিক হাসানকে সাধুবাদ জানিয়েছে শ্রমিক ইউনিয়ন ও সুধী মহল।
উল্লেখ্য, সম্প্রতি ডিস্ট্রিলারির ইলেক্ট্রিক হেলপার আব্বাস আলীর বাক্সে ৬ বোতল ফরেন লিকার ও দুটি খালি মদের বোতল উদ্ধার হয়। এ ঘটনায় কেরুজ কর্তৃপক্ষ ৩ সদস্যের তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে আব্বাস আলীকে সাময়িক বরখাস্ত করেছে।