ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

কুড়ুলগাছি ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন

আ.হান্নান সভাপতি ও তাইমুর সম্পাদক

প্রতিবেদক, কুড়ুলগাছি:
  • আপলোড টাইম : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৪২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্র—জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভূলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিং মিছিল করার চেষ্টা করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। কাজের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। একইসাথে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে ভালোবেসে সুসংগঠিত থাকতে হবে।’
সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, দর্শনা থানা নবীন দলের সদস্যসচিব আলাউদ্দিন প্রমুখ।
দর্শনা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আ.জব্বার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ডালিম মুহুরি, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম পটল, পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজা, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক, আহ্বায়ক সদস্য আ. হাকিম ও মাসুদ রানা, জনি ও হোসেনসহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে আব্দুল হান্নানকে সভাপতি, আবুল কালাম, নুরুল ইসলাম ও লিয়াকত আলীকে সহসভাপতি হাসান মাহমুদ মইনুদ্দিন তাইমুরকে সাধারণ সম্পাদক, সাইদুর রহমান ও ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, আলামিনকে সাংগঠনিক সম্পাদক , মুকুলকে সহ-সাংগঠনিক সম্পাদক, ইয়ানবী স্বর্ণকারকে প্রচার সম্পাদক, আবুল হাশেমকে কোষাধ্যক্ষ, মাসুম বিল্লাহকে দপ্তর সম্পাদক এবং আসাদুল হককে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কুড়ুলগাছি ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

কুড়ুলগাছি ইউনিয়ন কৃষক দলের দ্বিবার্ষিক সম্মেলন

আ.হান্নান সভাপতি ও তাইমুর সম্পাদক

আপলোড টাইম : ০৯:১০:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় দর্শনা থানাধীন কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদ চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন দর্শনা থানা কৃষক দলের আহ্বায়ক আশরাফুল হক বিপ্লব। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য মোকাররম হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের দোসরদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিন ক্ষমতায় থেকে দেশ লুটেপুটে খেয়েছে এবং দেশের সম্পদ বিদেশে পাচার করে বিশ্ব রেকর্ড করেছে। ছাত্র—জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা কোনো ষড়যন্ত্রে যেন ভূলুণ্ঠিত না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যারা স্বৈরাচার সরকারের দোসরদের আশ্রয় প্রশ্রয় দিবে, তাদের এই বাংলার মাটিতে নিশ্চিহ্ন করা হবে। চুয়াডাঙ্গার মাটিতে স্বৈরাচার সরকারের কোনো ব্যক্তি যদি মিটিং মিছিল করার চেষ্টা করে, তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। কাজের মাধ্যমে নিজেদের নেতৃত্বকে মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে হবে। একইসাথে জেলা বিএনপির হাতকে শক্তিশালী করতে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে আমাদের সকল ভেদাভেদ ভুলে সংগঠনকে ভালোবেসে সুসংগঠিত থাকতে হবে।’
সম্মেলনের উদ্বোধক ছিলেন জেলা কৃষক দলের সদস্যসচিব ও বাড়াদী ইউপি চেয়ারম্যান তবারক হোসেন। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়াদ্দার সোনা, তারিকুল ইসলাম বিলু, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, দর্শনা থানা নবীন দলের সদস্যসচিব আলাউদ্দিন প্রমুখ।
দর্শনা থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনের উপস্থাপনায় সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি আ.জব্বার, ৩ নম্বর ওয়ার্ড সভাপতি ডালিম মুহুরি, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম পটল, পারকুৃষ্ণপুর মদনা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রেজা, দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক, আহ্বায়ক সদস্য আ. হাকিম ও মাসুদ রানা, জনি ও হোসেনসহ ইউনিয়ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনে সবার মতামতের ভিত্তিতে আব্দুল হান্নানকে সভাপতি, আবুল কালাম, নুরুল ইসলাম ও লিয়াকত আলীকে সহসভাপতি হাসান মাহমুদ মইনুদ্দিন তাইমুরকে সাধারণ সম্পাদক, সাইদুর রহমান ও ডালিমকে যুগ্ম সাধারণ সম্পাদক, আলামিনকে সাংগঠনিক সম্পাদক , মুকুলকে সহ-সাংগঠনিক সম্পাদক, ইয়ানবী স্বর্ণকারকে প্রচার সম্পাদক, আবুল হাশেমকে কোষাধ্যক্ষ, মাসুম বিল্লাহকে দপ্তর সম্পাদক এবং আসাদুল হককে সদস্য নির্বাচিত করে ১৩ সদস্য বিশিষ্ট কুড়ুলগাছি ইউনিয়ন কৃষক দলের কমিটি ঘোষণা করা হয়।