ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

চুয়াডাঙ্গা জেলা বিএনপির জরুরি সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

২৩ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ, আসবেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • / ৬০ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিন বছর পর আগামী ২৩ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির জরুরি সভায় কেন্দ্রের অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং মো. শরীফুজ্জামান শরীফকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এবং ২০২২ সালের ১৯ জানুয়ারি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করে দলটি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেন, আহ্বায়ক কমিটির অনুমোদনের পর থেকেই স্বৈরাচারী হাসিনার জুলুম নিপীড়ন, পুলিশি হয়রানির মধ্যেও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ঢাকার মহাসমাবেশ, বিভাগীয় মহাসমাবেশ, রোড মার্চ, পদযাত্রাসহ কেন্দ্র ঘোষিত প্রতিটি বিক্ষোভ সমাবেশ তথা কর্মসূচি জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে পালন করা হয়েছে। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর চুয়াডাঙ্গা জেলার ৩৬৯টি ওয়ার্ড, ৪১টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও ৫টি থানায় প্রকাশ্য সম্মেলনের মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির জরুরি সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও সম্মতিতে আগামী ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জরুরি সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, এম. জেনারেল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, রউফ উর নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান পিণ্টু, নজরুল ইসলাম নজু, শাহাজাহান কবির, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আবুল কালাম আজাদ, শাহজাহান আলী, আমিনুল হক রোকন, রাফিতুল্লাহ মহলদার, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, মোকাররম হোসেন, মনিরুজ্জামান লিপটন, মাহাতাব উদ্দিন চুন্নু, হাবিবুর রহমান বুলেট, জিল্লুর রহমান ওল্টু, সালমা জাহান পারুল, নূর নবী সামদানী, মিলিমা ইসলাম বিশ্বাস মিলি ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার।

আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান পল্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব হক খান, সাংগঠনিক সম্পাদক কাজী আলী আজগর সাচ্চু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক আবুল হাসেম, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মো. আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ ও সাংগঠনিক সম্পাদক মহিদুল জোয়ার্দ্দার।

এদিকে, জেলা বিএনপির জরুরি সভা শেষে সম্মেলনস্থল চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি ও খুলনা বিভাগীয় নেতারা। এসময় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

চুয়াডাঙ্গা জেলা বিএনপির জরুরি সভায় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত

২৩ নভেম্বর সম্মেলনের তারিখ নির্ধারণ, আসবেন কেন্দ্রীয় নেতারা

আপলোড টাইম : ০৯:০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিন বছর পর আগামী ২৩ নভেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির জরুরি সভায় কেন্দ্রের অনুমতি সাপেক্ষে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে ২০২১ সালের ৩ নভেম্বর মাহমুদ হাসান খান বাবুকে আহ্বায়ক এবং মো. শরীফুজ্জামান শরীফকে সদস্যসচিব করে দুই সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। এবং ২০২২ সালের ১৯ জানুয়ারি ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করে দলটি।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ বলেন, আহ্বায়ক কমিটির অনুমোদনের পর থেকেই স্বৈরাচারী হাসিনার জুলুম নিপীড়ন, পুলিশি হয়রানির মধ্যেও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত ঢাকার মহাসমাবেশ, বিভাগীয় মহাসমাবেশ, রোড মার্চ, পদযাত্রাসহ কেন্দ্র ঘোষিত প্রতিটি বিক্ষোভ সমাবেশ তথা কর্মসূচি জেলা বিএনপির তৃণমূল পর্যায় থেকে পালন করা হয়েছে। আহ্বায়ক কমিটি অনুমোদনের পর চুয়াডাঙ্গা জেলার ৩৬৯টি ওয়ার্ড, ৪১টি ইউনিয়ন, ৪টি পৌরসভা ও ৫টি থানায় প্রকাশ্য সম্মেলনের মধ্যদিয়ে কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা বিএনপির জরুরি সভায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতি ও সম্মতিতে আগামী ২৩ নভেম্বর চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সম্মেলনে কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জরুরি সভায় জেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান খান বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফের পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত কুমার কুণ্ডু।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ওহিদুজ্জামান বুলা, খন্দকার আব্দুল জব্বার সোনা, এম. জেনারেল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, রউফ উর নাহার রিনা, সিরাজুল ইসলাম মনি, আনোয়ার হোসেন খান, আজিজুর রহমান পিণ্টু, নজরুল ইসলাম নজু, শাহাজাহান কবির, মীর্জা ফরিদুল ইসলাম শিপলু, আবুল কালাম আজাদ, শাহজাহান আলী, আমিনুল হক রোকন, রাফিতুল্লাহ মহলদার, মনিরুজ্জামান মনির, রফিকুল হাসান তনু, মোকাররম হোসেন, মনিরুজ্জামান লিপটন, মাহাতাব উদ্দিন চুন্নু, হাবিবুর রহমান বুলেট, জিল্লুর রহমান ওল্টু, সালমা জাহান পারুল, নূর নবী সামদানী, মিলিমা ইসলাম বিশ্বাস মিলি ও আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আকতার হোসেন জোয়ার্দ্দার।

আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুর হাসান পল্টু, জীবননগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলু, আলমডাঙ্গা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মকবুল হোসেন, আলমডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুব হক খান, সাংগঠনিক সম্পাদক কাজী আলী আজগর সাচ্চু, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম আর মুকুল, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, চুয়াডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মো. হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জীবননগর পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, যুগ্ম সম্পাদক শফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন ঠান্ডু, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক মণ্টু মিয়া, সাংগঠনিক আবুল হাসেম, দর্শনা থানা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহম্মদ আলী, সিনিয়র সহসভাপতি মো. আক্তার হোসেন, যুগ্ম সম্পাদক খাইরুল ইসলাম যুদ্ধ ও সাংগঠনিক সম্পাদক মহিদুল জোয়ার্দ্দার।

এদিকে, জেলা বিএনপির জরুরি সভা শেষে সম্মেলনস্থল চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ পরিদর্শন করেন বিএনপির কেন্দ্রীয় প্রতিনিধি ও খুলনা বিভাগীয় নেতারা। এসময় জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামান শরীফসহ বিএনপির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।