ইপেপার । আজ রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ

সমীকরণ প্রতিবেদক:
  • আপলোড টাইম : ০৯:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • / ৭৮ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো আরেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের (৪০) মরদেহ। গতকাল বুধবার সকালে পাবনার সুজানগর থানার নাজিরপুর এলাকায় স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি ভাসতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এদিকে, এর আগে মঙ্গলবার নদী থেকে আরেক এএসআই সদরুল আলমের মরদেহও উদ্ধার করা হয়। পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমারখালীতে এনে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ভোর ৪টার দিকে একটি নৌকায় দুই ইউপি সদস্যের সাথে কুমারখালী থানার ছয় পুলিশ সদস্য পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে ইলিশ ধরছিলেন কিছু জেলে। পুলিশ নৌকাটি জেলেদের দিকে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন, কিন্তু পরে তারা নিখোঁজ হয়ে যান।

ট্যাগ :

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দুর্বৃত্তের হামলায় নিখোঁজ, পদ্মায় মিলল এএসআই মুকুলের মরদেহ

আপলোড টাইম : ০৯:৩৯:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পদ্মা নদীতে নিখোঁজের তিন দিন পর উদ্ধার হলো আরেক সহকারী উপপরিদর্শক (এএসআই) মুকুল হোসেনের (৪০) মরদেহ। গতকাল বুধবার সকালে পাবনার সুজানগর থানার নাজিরপুর এলাকায় স্থানীয়দের চোখে পড়ে মরদেহটি ভাসতে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এদিকে, এর আগে মঙ্গলবার নদী থেকে আরেক এএসআই সদরুল আলমের মরদেহও উদ্ধার করা হয়। পাবনার সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জানান, সকালে পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় জেলেরা পুলিশকে খবর দেন। পরে মরদেহ উদ্ধার করে নাজিরগঞ্জ পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুমারখালীতে এনে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রসঙ্গত, ২৮ অক্টোবর ভোর ৪টার দিকে একটি নৌকায় দুই ইউপি সদস্যের সাথে কুমারখালী থানার ছয় পুলিশ সদস্য পদ্মা নদীতে যায়। এসময় অবৈধভাবে জাল ফেলে ইলিশ ধরছিলেন কিছু জেলে। পুলিশ নৌকাটি জেলেদের দিকে এগিয়ে এলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেন, কিন্তু পরে তারা নিখোঁজ হয়ে যান।