আলমডাঙ্গার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ৩৫০টি সিলিং ফ্যান বিতরণ
- আপলোড টাইম : ০৯:৩৬:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৪১ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসন ও জাইকার উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এ ফ্যান বিতরণ করা হয়। উপজেলা প্রকৌশলী তাওহিদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলমডাঙ্গা উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মেহেদি ইসলাম এই ফ্যান বিতরণ করেন। তিনি বলেন, ‘আমরা শিক্ষা উপকরণ ৩৫০টি সিলিং ফ্যান বিতরণ করেছি। এছাড়া আমরা প্রতিটি স্কুলে পর্যায়ক্রমে সিলিং ফ্যান বিতরণ করব।’ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন, সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, একাডেমিক সুপারভাইজার ইমরুল হক, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাঁচলিয়া জামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারেজ উদ্দিন, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাশির উদ্দিন এটোম, এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, প্রধান শিক্ষক ফজলুল হক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার রকিবুল ইসলাম প্রমুখ।