হরিণাকুণ্ডুতে টিসিবির পণ্য চুরি করে বিক্রির সময় দুজন গ্রেপ্তার
- আপলোড টাইম : ০৯:২৬:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৫৪ বার পড়া হয়েছে
হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়ন থেকে টিসিবির পণ্য চুরি করে বিক্রির সময় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মান্দিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন- উত্তর কাস্টসাগর গ্রামের হারুন অর রশিদ ও রঘুনাথপুর গ্রামের সুকেশ কর্মকার। আর পলাতক রয়েছেন কালাপাড়িয়া গ্রামের রবিউল ইসলাম।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম রউফ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র উপজেলার বিভিন্ন এলাকায় টিসিবির খাদ্যসামগ্রী চুরি করে বিক্রি করে আসছিল। গতকাল বুধবার বিকেলে চক্রটি রঘুনাথপু গ্রামের সোহেল সাহার দোকানের একটি গোডাউন থেকে টিসিবির ডাল, চিনি ও তেল উদ্ধার করে। এ চুরির ঘটনায় টিসিবির পণ্য রাখা গোডাউনের লোকজনও জড়িত কি না সে বিষয়টি তদন্ত করে দেখা হবে।