ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
- আপলোড টাইম : ০৯:২৫:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৪৯ বার পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি কৃষি খামার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুবাহান মল্লিক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুবাহান মল্লিক শৈলকুপা উপজেলার মাইলমারি গ্রামের জাহান মল্লিকের ছেলে। তিনি সদর উপজেলার ডাকবাংলা বাজারে তার মেয়ে (তৃতীয় লিঙ্গ) সুখজান নেছার কাছে থাকতেন। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি কৃষি খামারের কাছে একটি পাখিভ্যান ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হলে দুই নারীসহ তিনজন আহত হন। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সুবাহান মল্লিক মারা যান। আহত দুই নারীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার আইভি জানান, সুবাহান মল্লিক মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণে মারা গেছেন। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ খবর নিশ্চিত করেছেন।