কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
- আপলোড টাইম : ০৯:১৯:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৪২ বার পড়া হয়েছে
দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি কার্যভার গ্রহণ করেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সমিতির অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিদায়ী কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি ফিরোজ মুন্সী, কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির ৮ নম্বর ওয়ার্ড সভাপতি আ.জব্বার, বিএনপি নেতা আ. রহমান শনি, শাহজামাল বগা, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ রানা, ডা. বিদারুল ইসলাম, কুড়ুলগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, শামসুল আলম মাস্টার, আ. মজিদ মাস্টার প্রমুখ। সাধারণ সম্পাদক আ. হাকিমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি আদর্শ কৃষক সমবায় সমিতির নবনির্বাচিত কমিটির সদস্য আবু আব্দুল্লাহ, আব্দুল হামিদ, হাসান আলী, হাসেম আলী, শহিদুল ইসলাম, রমযান আলী, রবিউল ইসলাম জামির হোসেন, আসিকুর রহমানসহ বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।অনুষ্ঠান শেষে বিদায়ী কমিটির সভাপতি মিজানুর রহমান ও সহসভাপতি ফিরোজ মুন্সী নবনির্বাচিত কমিটির সভাপতি ইদ্রিস আলী ও সাধারণ সম্পাদক আ. হাকিমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।