চুয়াডাঙ্গায় নিরাপদ সড়ক দিবসে প্রশিক্ষণ ও আলোচনা
- আপলোড টাইম : ০৯:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / ৫০ বার পড়া হয়েছে
‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’ স্লোগানে চুয়াডাঙ্গায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে এর আয়োজন করা হয়। বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের আয়োজনে বিদ্যালয় দুটির শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা শেষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মুহা. শাহজাহান আল, চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আমিরুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ চুয়াডাঙ্গা সার্কেলের মোটরযান পরিদর্শক আবু জামাল ও নিরাপদ সড়ক চাই চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসেন। আলোচনা সভায় বক্তারা নিরাপদ সড়কের গুরুত্ব, রোড সাইন, রাস্তা পারাপার, ওভারব্রিজ ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এসময় শিক্ষক-শিক্ষার্থীদের মাধ্যমে সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করা হয় এবং সড়কে চলাচলকারী ইজিবাইক যত্রতত্র পার্কিং, বিদ্যালয়ের সামনে যানজট সৃষ্টির বিষয়ে আলোচনা করা হয়।