ইপেপার । আজ বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

দামুড়হুদার হুদাপাড়া সীমান্তে ৬টি স্বর্ণের বার আটক

সমীকরণ প্রতিবেদন
  • আপলোড টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
  • / ১০৬ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্ত থেকে অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার সময় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। এ খবরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমসহ একদল বিজিবি সদস্য সীমান্তের ৯৫/৩-এস খুঁটি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের মাঝপাড়ায় অবস্থান নেয়। এসময় দুপুর পৌনে ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করে ছড়িয়ে দিন

আজকের সমীকরণ ইপেপার

You cannot copy content of this page

দামুড়হুদার হুদাপাড়া সীমান্তে ৬টি স্বর্ণের বার আটক

আপলোড টাইম : ০৮:৩০:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

চুয়াডাঙ্গার সীমান্তবর্তী হুদাপাড়া সীমান্ত থেকে অবৈধ ৬টি স্বর্ণের বারসহ চোরাচালান কাজে ব্যবহৃত ১টি মোটরসাইকেল উদ্ধার করেছে চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা। চোরাকারবারী মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার তাকে আটক করা সম্ভব হয়নি।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের পক্ষ থেকে আজ বুধবার সন্ধ্যা পৌনে ৬ টার সময় গণমাধ্যম কর্মীদের পাঠানো এক ই-মেইল বার্তায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার করা হবে। এ খবরে হুদাপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মজনুল করিমসহ একদল বিজিবি সদস্য সীমান্তের ৯৫/৩-এস খুঁটি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রামের মাঝপাড়ায় অবস্থান নেয়। এসময় দুপুর পৌনে ২ টার সময় সন্দেহভাজন এক ব্যক্তি মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে বিজিবি সদস্যরা তাকে থামার সংকেত দেয়। মোটরসাইকেল চালক মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশী করে সাইলেন্সার পাইপের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা স্কচটেপ দিয়ে মোড়ানো ১টি প্যাকেট উদ্ধার করে। উদ্ধারকরা প্যাকেটের ভেতর থেকে ৮৭০ গ্রাম ওজনের ৬টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দকৃত স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা দেওয়া এবং সংশ্লিষ্ট থানায় একটি মামলা করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।