আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাহী কমিটির সভা
- আপলোড টাইম : ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৫৩ বার পড়া হয়েছে
আলমডাঙ্গা বণিক সমিতির এক বছর পূর্তিতে নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টায় বণিক সমিতির অফিসকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন। বণিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় সভায় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ধর্মীয় সম্পাদক হাজী রেজাউল করিম কাবিল। সভায় বক্তব্য দেন সহসভাপতি হাফিজুর রহমান, হাজী রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কৌধক আলাউদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম লিটন, ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান, হামিদুল ইসলাম, রেজাউল হক তোতা, সাইদুল ইসলাম, খন্দকার সজিব প্রমুখ।
সভায় সভাপতি আরেফিন মিয়া মিলন বলেন, ‘আলমডাঙ্গা বণিক সমিতির নির্বাচন হওয়ার পর নির্বাহী কমিটির এক বছর পূর্তি হয়েছে। এই এক বছরের মধ্যে আমরা বণিক সমিতির বেশ কয়েকটি মামলা নিস্পত্তি করেছি। বণিক সমিতির মার্কেট টাইলস লাগানো, দোকান ঘর সম্প্রসারণ এবং ভাড়া বৃদ্ধি করা হয়েছে।’
সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা একটি বছর সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করেছি। আমরা বণিক সমিতির সকল সদস্যদের আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার জন্য ধন্যবাদ জানাই, যার কারণে বণিক সমিতির অগ্রযাত্রা অব্যাহত থাকবে। সকল সাধারণ সদস্যদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগ করে আমাদের নির্বাচিত করেছেন।’ এছাড়াও উপস্থিত ছিলেন সদস্য জসিম উদ্দিন, জয়নাল আবেদীন ক্যাপ, আব্দুল ওহাব কাবলু, ফারুক হোসেন এবং বজলুর রহমান। সভা শেষে নৈশভোজের ব্যবস্থা করা হয়।