হাটবোয়ালিয়ায় মাথাভাঙ্গা ফুটবল একাদশকে জার্সি উপহার
- আপলোড টাইম : ০৯:৫৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৬৬ বার পড়া হয়েছে
আলমডাঙ্গার হাটবোয়ালিয়া ফুটবল একাদশের খেলোয়াড়দের ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে নতুন জার্সি উপহার দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটায় হাটবোয়ালিয়া হাসপাতালের নিচে মাথাভাঙ্গা ফুটবল মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুর রউফ খোকন।
প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন কৃষক দলের সভাপতি জাকির হোসেন, হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা ফুটবল একাদশের পরিচালক সাংবাদিক মুর্শিদ কলিন, সংগঠক রাসেল হুদা, যুবনেতা মহিদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড যুবনেতা মিলন, দৈনিক মাথাভাঙ্গার হাটবোয়ালিয়া প্রতিনিধি সোহেল হুদা, দৈনিক সময় সমীকরণের হাটবোয়ালিয়া প্রতিনিধি সেলিম রেজা প্রমুখ।
২ নম্বর ওয়ার্ল্ড বিএনপির সাধারণ সম্পাদক ছবিরুল ইসলামের পক্ষ থেকে হাটবোয়ালিয়া মাথাভাঙ্গা ফুটবল একাদশের খেলোয়াড়দের এই জার্সি উপহার দেওয়া হয়।