জীবননগরে বিজিবিকে টাস্কফোর্স অভিযানের নির্দেশনা ইউএনওর
- আপলোড টাইম : ০৯:৩৯:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৪৫ বার পড়া হয়েছে
জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) মাসে তিনটি টাস্কফোর্স অভিযানের নির্দেশনা দিয়েছেন। অভিযান পরিচালনা তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া তিনি জীবননগর বাজার কমিটি গঠন, যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে ব্যবস্থা, চুয়াডাঙ্গা-কালীগঞ্জ রুটে সরাসরি বাস চলাচল ও জমির নামজারির জট নিরসনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন এসব নির্দেশনা ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। সভায় সভাপতিত্ব করেন তিনি।
এদিকে একই দিন জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এসব সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আল-আমীন। উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসের বিশ্বাস, জীবননগর উপজেলা কৃষি অফিসার আলমগীর হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসের মোড়ল, উপজেলা প্রকৌশলী মো. মাহবুবউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, সাংবাদিক মো. রিপন হোসেন প্রমুখ।