মেহেরপুরে তারুণ্যনির্ভর উন্নত দেশ বিনির্মাণে মতবিনিময়
- আপলোড টাইম : ০৯:২৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / ৪৩ বার পড়া হয়েছে
মেহেরপুরে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনির্মাণে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা তথ্য অফিস আয়োজিত বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় ইসলামিক ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ্ আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। তিনি বলেন, ‘আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছি, সকল বৈষম্যকে দূর করে একটা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার দৃঢ়প্রত্যয় নিয়ে। বিশেষ করে আজকে তরুণদের মাঝে এর ব্যাপক প্রতিকার সম্পর্কে অবগত করাতে হবে। খেলাধুলার পাশাপাশি সকল সামাজিক অর্থনৈতিক মেধাবিকাশে জায়গাগুলোকে সকলের অবস্থান নিশ্চিত করতে হবে। যে কারণে জন্ম নিয়েছিল গত ৫ আগস্ট, ওখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে।’
বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান। এছাড়া বক্তব্য দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক সিরাজুম মুনির, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ, নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, ছাত্র প্রতিনিধি ইমতিয়াজ আহমেদ, আমির হামজা, তামিম আশিক রাব্বি, তাহসিন আহমেদ, মুজাহিদুল ইসলাম প্রমুখ।